ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

বিরাট-আনুশকার নতুন প্রজেক্ট

অাকাশ বিনোদন ডেস্ক: 

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার আলাপ হয় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে। এরপর একটু একটু করে কাছে আসা, অতঃপর প্রেম। মাঝখানে অবশ্য প্রেমের আকাশে ভর করেছিল কালো মেঘ। সাময়িক বিচ্ছেদের পর তাঁরা যেন একে অন্যের আরও কাছে এসেছেন। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। মাস খানেক আগে নিউইয়র্ক থেকে ঘুরে এসেছেন। আর কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। যদিও তাঁরা কেউই এ কথা স্বীকার করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন নিজেদের সিঙ্গেল ছবি। কিন্তু দুজনের প্রকাশিত ছবির ‘পোস্টমর্টেম’ করে ভক্তরা ঠিকই বের করে ফেলেছেন যে ছবিগুলো একই জায়গায় তোলা। এবার আনুশকা আর বিরাটকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনে।

ইন্টারনেটে বিরাট-আনুশকার সেই বিজ্ঞাপনের শুটিং মুহূর্তের কিছু ছবি সম্প্রতি ফাঁস হয়েছে। দুজনেই সেখানে ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরা। তবে তাঁরা কোন বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, সেটা এখনো জানা যায়নি। পণ্য যেটাই হোক না কেন, বিরাট-আনুশকা এখানেও রোমান্স করার কোনো সুযোগ ছাড়েননি। তাঁদের ফাঁস হওয়া দুটি ছবি দেখেই তা বোঝা যাচ্ছে। একে অন্যের দিকে কী প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে আছেন দুজন। অন্য ছবিটিতে আনুশকা শর্মার দৃষ্টি লাজুক।

 

গত আগস্ট মাসে মুক্তি পেয়েছে আনুশকা অভিনীত ‘যাব হ্যারি মেট সেজাল’। এই সিনেমায় তাঁর নায়ক শাহরুখ খান। ছবিটি নিয়ে দর্শক-সমালোচকদের যে পরিমাণ প্রত্যাশা ছিল, তার সিকি ভাগও পূরণ হয়নি। এ জন্য অবশ্য মন খারাপ করে বসে নেই আনুশকা শর্মা। পরবর্তী ছবি ‘পরি’-র জন্য কোমর বেঁধে নেমেছেন। এই চলচ্চিত্রে পশ্চিমবঙ্গের নায়ক পরমব্রতও অভিনয় করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরাট-আনুশকার নতুন প্রজেক্ট

আপডেট সময় ০৬:০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক: 

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার আলাপ হয় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে। এরপর একটু একটু করে কাছে আসা, অতঃপর প্রেম। মাঝখানে অবশ্য প্রেমের আকাশে ভর করেছিল কালো মেঘ। সাময়িক বিচ্ছেদের পর তাঁরা যেন একে অন্যের আরও কাছে এসেছেন। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। মাস খানেক আগে নিউইয়র্ক থেকে ঘুরে এসেছেন। আর কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। যদিও তাঁরা কেউই এ কথা স্বীকার করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন নিজেদের সিঙ্গেল ছবি। কিন্তু দুজনের প্রকাশিত ছবির ‘পোস্টমর্টেম’ করে ভক্তরা ঠিকই বের করে ফেলেছেন যে ছবিগুলো একই জায়গায় তোলা। এবার আনুশকা আর বিরাটকে দেখা যাবে নতুন একটি বিজ্ঞাপনে।

ইন্টারনেটে বিরাট-আনুশকার সেই বিজ্ঞাপনের শুটিং মুহূর্তের কিছু ছবি সম্প্রতি ফাঁস হয়েছে। দুজনেই সেখানে ভারতের ঐতিহ্যবাহী পোশাক পরা। তবে তাঁরা কোন বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, সেটা এখনো জানা যায়নি। পণ্য যেটাই হোক না কেন, বিরাট-আনুশকা এখানেও রোমান্স করার কোনো সুযোগ ছাড়েননি। তাঁদের ফাঁস হওয়া দুটি ছবি দেখেই তা বোঝা যাচ্ছে। একে অন্যের দিকে কী প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে আছেন দুজন। অন্য ছবিটিতে আনুশকা শর্মার দৃষ্টি লাজুক।

 

গত আগস্ট মাসে মুক্তি পেয়েছে আনুশকা অভিনীত ‘যাব হ্যারি মেট সেজাল’। এই সিনেমায় তাঁর নায়ক শাহরুখ খান। ছবিটি নিয়ে দর্শক-সমালোচকদের যে পরিমাণ প্রত্যাশা ছিল, তার সিকি ভাগও পূরণ হয়নি। এ জন্য অবশ্য মন খারাপ করে বসে নেই আনুশকা শর্মা। পরবর্তী ছবি ‘পরি’-র জন্য কোমর বেঁধে নেমেছেন। এই চলচ্চিত্রে পশ্চিমবঙ্গের নায়ক পরমব্রতও অভিনয় করছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস।