অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গবার দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে পরিবারের কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এছাড়া ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কলেজ ছাত্রীর নাম শতাব্দী বর্মণ (২৩)। সে ফজলুল হক কলেজের ছাত্রী।
তিনি আরো বলেন, তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীরামপুর গ্রামে। বাবার নাম কৃষ্ণ কান্ত বর্মণ। ঢাকায় উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে।
আকাশ নিউজ ডেস্ক 

























