ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের সারা দেশে বিদ্রোহীদের বহিষ্কার করল বিএনপি, তালিকায় যারা প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, ৬৯ হাজারের বেশি উত্তীর্ণ আমার প্রতিদ্বন্দ্বী নির্বাচন করতে নয়, বানচাল করতে এসেছেন : নুর বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, সিদ্ধান্ত আইসিসির এবারের নির্বাচন যেন ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে: প্রধান উপদেষ্টা এবার ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন আর নেই: জামায়াত আমির সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা

জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবে ফ্রান্স

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনের বিষয়টি ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তুলে ধরবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার। আজ মঙ্গলবার রাজধানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ফরাসি রাষ্ট্রদূত।

সোফি বলেন, ‘আমরা নিরাপত্তা পরিষদের সদস্য। রোহিঙ্গা ইস্যুটি অবশ্যই আমরা নিরাপত্তা পরিষদের আসন্ন অধিবেশনের আলোচনার টেবিলে গুরুত্বের সঙ্গে তুলে ধরব।’ মিয়ানমারে চলমান গণহত্যার বিষয়ে সোফি বলেন, ‘মিয়ানমারে গণহত্যা চলছে কি না, তা বলতে পারব না। তবে বাংলাদেশ থেকে যা দেখছি সেটা সত্যিই ভয়াবহ।’

এদিকে বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক তৎপরতা ও আহ্বানে মিয়ানমার কোনো সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি, সেখানে আমরা মিয়ানমারের কোনো রেসপনস (সাড়া) দেখিনি, বরং দেখেছি তাঁদের সেনাবাহিনীপ্রধান বলেছেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অসমাপ্ত কাজটি ছিল সেটা তারা সমাপ্ত করছেন। এটা তো পরিষ্কারভাবে তাদের ইনটেনশনকে প্রকাশ করে। তিন লক্ষাধিক নতুনভাবে যে রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এ নিয়ে কোনো বক্তব্য তাঁরা দেননি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পৃথিবীর নিকট অতীতে যত যুদ্ধ-বিগ্রহ হয়েছে কোনোটাই কিন্তু সমাধান আনেনি। ডিপ্লোমেসি (কূটনীতি) হলো একমাত্র সমাধানের উপায় এবং আমরা সেভাবেই আগাচ্ছি।’

এদিকে রোহিঙ্গা সমস্যা ফ্রান্সের পাশাপাশি ভারত ও চীনের মতো শক্তিধর দেশকেও পাশে চায় বাংলাদেশ। এর আগে দুটি দেশের প্রতিনিধিরা জানিয়েছিলেন, তাঁরা বাংলাদেশের পাশে থাকবেন। তবে পরে তারারা মিয়ানমারের পক্ষে অবস্থান নেওয়ায় দেখা দেয় অস্পষ্টতা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘দুটি দেশের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কের ক্ষেত্রে আরেকটি দেশের প্রয়োজনে সব সময় যে একটি দেশ একইভাবে রেসপন্ড (জবাব) করবে একইভাবে, আমরা যেভাবে চাইব ঠিক রেসপন্ড করবে, সেটা সব সময় আশা করা সমীচীন নয়।’

তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠকে চীনের অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘সিকিউরিটি কাউন্সিলে যে ক্লোজড ডোর মিটিংটি হয়েছিল, সেখানে অতীতে চীন যে ভূমিকা রেখেছিল সে তুলনায় এই মিটিংয়ের ভূমিকা অনেক সহায়ক ছিল আমাদের পক্ষে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের

জাতিসংঘে রোহিঙ্গা সমস্যা তুলে ধরবে ফ্রান্স

আপডেট সময় ১০:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর নির্যাতনের বিষয়টি ফ্রান্স জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তুলে ধরবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার। আজ মঙ্গলবার রাজধানীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ফরাসি রাষ্ট্রদূত।

সোফি বলেন, ‘আমরা নিরাপত্তা পরিষদের সদস্য। রোহিঙ্গা ইস্যুটি অবশ্যই আমরা নিরাপত্তা পরিষদের আসন্ন অধিবেশনের আলোচনার টেবিলে গুরুত্বের সঙ্গে তুলে ধরব।’ মিয়ানমারে চলমান গণহত্যার বিষয়ে সোফি বলেন, ‘মিয়ানমারে গণহত্যা চলছে কি না, তা বলতে পারব না। তবে বাংলাদেশ থেকে যা দেখছি সেটা সত্যিই ভয়াবহ।’

এদিকে বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক তৎপরতা ও আহ্বানে মিয়ানমার কোনো সাড়া দিচ্ছে না বলে অভিযোগ করেছেন শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি, সেখানে আমরা মিয়ানমারের কোনো রেসপনস (সাড়া) দেখিনি, বরং দেখেছি তাঁদের সেনাবাহিনীপ্রধান বলেছেন যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অসমাপ্ত কাজটি ছিল সেটা তারা সমাপ্ত করছেন। এটা তো পরিষ্কারভাবে তাদের ইনটেনশনকে প্রকাশ করে। তিন লক্ষাধিক নতুনভাবে যে রোহিঙ্গা বাংলাদেশে এসেছে এ নিয়ে কোনো বক্তব্য তাঁরা দেননি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘পৃথিবীর নিকট অতীতে যত যুদ্ধ-বিগ্রহ হয়েছে কোনোটাই কিন্তু সমাধান আনেনি। ডিপ্লোমেসি (কূটনীতি) হলো একমাত্র সমাধানের উপায় এবং আমরা সেভাবেই আগাচ্ছি।’

এদিকে রোহিঙ্গা সমস্যা ফ্রান্সের পাশাপাশি ভারত ও চীনের মতো শক্তিধর দেশকেও পাশে চায় বাংলাদেশ। এর আগে দুটি দেশের প্রতিনিধিরা জানিয়েছিলেন, তাঁরা বাংলাদেশের পাশে থাকবেন। তবে পরে তারারা মিয়ানমারের পক্ষে অবস্থান নেওয়ায় দেখা দেয় অস্পষ্টতা।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘দুটি দেশের মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কের ক্ষেত্রে আরেকটি দেশের প্রয়োজনে সব সময় যে একটি দেশ একইভাবে রেসপন্ড (জবাব) করবে একইভাবে, আমরা যেভাবে চাইব ঠিক রেসপন্ড করবে, সেটা সব সময় আশা করা সমীচীন নয়।’

তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠকে চীনের অবস্থান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘সিকিউরিটি কাউন্সিলে যে ক্লোজড ডোর মিটিংটি হয়েছিল, সেখানে অতীতে চীন যে ভূমিকা রেখেছিল সে তুলনায় এই মিটিংয়ের ভূমিকা অনেক সহায়ক ছিল আমাদের পক্ষে।’