ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

হোটেলে খেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭০ সদস্য অসুস্থ

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন পুলিশ, বিজিবি, আনসার বাহিনী সদস্যরা। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেল) আমিরুল্লাহ।

তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দায়িত্ব পালন করতে আসা বিভিন্ন বাহিনীর শতাধিক সদস্য ‘ইত্যাদি’ নামে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খান। এর কিছুক্ষণ পর থেকেই তাদের পেটে পীড়া দেখা দেয়। বিকেলের মধ্যেই অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যাদের অবস্থার উন্নতি হচ্ছে না তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, ফুড পয়জনিং-এর কারণে এ সমস্যা হয়েছে। আমরা সাধ্যমতো সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে যারা গুরুতর অসুস্থ আছেন, তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পক্রিয়া নেওয়া হচ্ছে।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, শুনেছি আইনশৃঙ্খলা বাহিনীর ২৫/৩০ জন সদস্য খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে এর কোনো প্রভাব পরবে না। তাদের বিকল্প হিসেবে ফোর্স পাঠানো হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

হোটেলে খেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭০ সদস্য অসুস্থ

আপডেট সময় ০১:৩০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনী দায়িত্ব পালন করতে এসে হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন পুলিশ, বিজিবি, আনসার বাহিনী সদস্যরা। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে থাকা বিভিন্ন বাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেল) আমিরুল্লাহ।

তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দায়িত্ব পালন করতে আসা বিভিন্ন বাহিনীর শতাধিক সদস্য ‘ইত্যাদি’ নামে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খান। এর কিছুক্ষণ পর থেকেই তাদের পেটে পীড়া দেখা দেয়। বিকেলের মধ্যেই অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, অনেককেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যাদের অবস্থার উন্নতি হচ্ছে না তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, ফুড পয়জনিং-এর কারণে এ সমস্যা হয়েছে। আমরা সাধ্যমতো সেবা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে যারা গুরুতর অসুস্থ আছেন, তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পক্রিয়া নেওয়া হচ্ছে।

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, শুনেছি আইনশৃঙ্খলা বাহিনীর ২৫/৩০ জন সদস্য খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে এর কোনো প্রভাব পরবে না। তাদের বিকল্প হিসেবে ফোর্স পাঠানো হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে।