আকাশ স্পোর্টস ডেস্ক:
গেল নভেম্বর মাসে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে স্টেডিয়ামে সীমিতসংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আসন্ন ফেডারেশন কাপেও গ্যালারিতে সীমিতসংখ্যক দর্শকের অনুমতি দেবে বাফুফে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাফুফে ভবনে ফেডারেশন কাপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। তিনি আরোও জানান, এএফসির নির্দেশনা মেনেই সীমিতসংখ্যক টিকিট ছাড়া হবে।
চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘সরকার ও এএফসির গাইডলাইন অনুসারে স্বাস্থ্যবিধি মেনেই আমরা খেলা পরিচালনা করবো। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সব কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। সরকার ও এএফসির নির্দেশনা অনুসারেই আমরা গ্যালারিতে সীমিতসংখ্যক দর্শকদের প্রবেশাধিকার দেব। ’
আগামী ২২ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। আর এই ফেডারেশন কাপ দিয়েই শুরু হবে ২০২০-২১ ফুটবল মৌসুমের খেলা।
আকাশ নিউজ ডেস্ক 

























