অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিয়ানমারে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। রোববার কাজাখাস্তানের রাজধানী আস্তানায় সংগঠনটির নেতারা রোহিঙ্গাদের দমন-নিপীড়ন বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে মিয়ানমার সরকারকে আহ্বান জানান।
কাজাখাস্তানের আস্তানায় প্রথমবারের মতো বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আয়োজিত সম্মেলনে উঠে আসে রোহিঙ্গাদের নিধনের বিষয়টি। সম্মেলনের ফাঁকে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর নির্যাতনের বিষয়ে জরুরি বৈঠক ডাকা হয়।
রোববারের সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, শান্তি বজায় রাখতে মুসলিম দেশগুলোর ঐক্য বজায় রাখা খুবই জরুরি। উন্নতি ও স্থিতিশীলতা বজায় রাখতেও এর প্রয়োজনীয়তা রয়েছে। তিনি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘের পর্যবেক্ষকদের তদন্তকাজ চালানোর অনুমতি দিতে এবং দোষীদের বিচারের আওতায় আনতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান। এসময় ওআইসি`র ৫৭টি দেশভুক্ত জোটের নেতারা রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিষ্ঠুরতায় উদ্বেগ প্রকাশ করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















