ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

মিথ্যা মামলাই এ সরকারের প্রধান অস্ত্র: ফখরুল

অাকাশ নিউজ ডেস্ক:

মিথ্যা মামলাই বর্তমান সরকারের প্রধান অস্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশে কোন সরকার নেই। চলছে একব্যক্তির শাসন, দুঃশাসন। সরকারের প্রধান অস্ত্র হচ্ছে মিথ্যা মামলা। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আসুন ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর মাধ্যমে এ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, বড় বড় কথা বলে প্রত্যেক দিন। গণতন্ত্রের একমাত্র ধারক ও বাহক হয়ে বসে আছে। কালকে পার্লামেন্টে বহু লেকচার দিয়েছেন। বিচারবিভাগকে তুলোধুনা করে দিয়েছেন। সংবিধানের কথা নিয়ে আসে। এই সংবিধান ধ্বংস করেছে কে? সরকারের স্বার্থের বিরুদ্ধে যাওয়ায় ষোড়শ সংশোধনী বিধান বাতিলে বিচার বিভাগের সমালোচনা করছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ চতুর্থ সংশোধনীর মাধ্যমে ৭২ এর সংবিধানে বিচারপতি অভিশংসনের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে দিয়েছিল। এ বিষয়ে আলোচনা লজ্জার।

মির্জা আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেই বিএনপি সহায়ক সরকার চায়। এই দাবি অতীতে আওয়ামী লীগের ছিল। দেশের রাজনীতিতে সংস্কৃতি চালু হয়েছিল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারতো। কিন্তু আওয়ামী লীগ অনির্বাচিতভাবে ক্ষমতায় এসেই সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে। সরকারকে বলব দাম্ভিকতা ও অহংকার ছেড়ে মানুষের কথা চিন্তা-ভাবনা করে আলোচনার ব্যবস্থা করুন। কারণ সবাই এখন সহায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। বিএনপি মহাসচিব বলেন, বিরাজনীতিকরণের মাধ্যমে দেশকে গণতন্ত্র ও রাজনীতির বাইরে নিয়ে যেতে এই সরকার উঠে-পড়ে লেগেছে। এদের চরিত্র দ্বিমুখী। মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজ করে আরেক। তর্ক-বির্তক-যুক্তি বিশ্বাস করে না, তাদের বিশ্বাস পেশীশক্তিতে। তিনি বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমান সর্ম্পকে কটু কথা বলে। কিন্তু জিয়াউর রহমানই আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগ তার সময়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছিল। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

মিথ্যা মামলাই এ সরকারের প্রধান অস্ত্র: ফখরুল

আপডেট সময় ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

মিথ্যা মামলাই বর্তমান সরকারের প্রধান অস্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশে কোন সরকার নেই। চলছে একব্যক্তির শাসন, দুঃশাসন। সরকারের প্রধান অস্ত্র হচ্ছে মিথ্যা মামলা। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আসুন ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর মাধ্যমে এ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে তিনি বলেন, বড় বড় কথা বলে প্রত্যেক দিন। গণতন্ত্রের একমাত্র ধারক ও বাহক হয়ে বসে আছে। কালকে পার্লামেন্টে বহু লেকচার দিয়েছেন। বিচারবিভাগকে তুলোধুনা করে দিয়েছেন। সংবিধানের কথা নিয়ে আসে। এই সংবিধান ধ্বংস করেছে কে? সরকারের স্বার্থের বিরুদ্ধে যাওয়ায় ষোড়শ সংশোধনী বিধান বাতিলে বিচার বিভাগের সমালোচনা করছে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ চতুর্থ সংশোধনীর মাধ্যমে ৭২ এর সংবিধানে বিচারপতি অভিশংসনের ক্ষমতা প্রেসিডেন্টের হাতে দিয়েছিল। এ বিষয়ে আলোচনা লজ্জার।

মির্জা আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলেই বিএনপি সহায়ক সরকার চায়। এই দাবি অতীতে আওয়ামী লীগের ছিল। দেশের রাজনীতিতে সংস্কৃতি চালু হয়েছিল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারতো। কিন্তু আওয়ামী লীগ অনির্বাচিতভাবে ক্ষমতায় এসেই সে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে। সরকারকে বলব দাম্ভিকতা ও অহংকার ছেড়ে মানুষের কথা চিন্তা-ভাবনা করে আলোচনার ব্যবস্থা করুন। কারণ সবাই এখন সহায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। বিএনপি মহাসচিব বলেন, বিরাজনীতিকরণের মাধ্যমে দেশকে গণতন্ত্র ও রাজনীতির বাইরে নিয়ে যেতে এই সরকার উঠে-পড়ে লেগেছে। এদের চরিত্র দ্বিমুখী। মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজ করে আরেক। তর্ক-বির্তক-যুক্তি বিশ্বাস করে না, তাদের বিশ্বাস পেশীশক্তিতে। তিনি বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমান সর্ম্পকে কটু কথা বলে। কিন্তু জিয়াউর রহমানই আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। আওয়ামী লীগ তার সময়ে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছিল। অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।