অাকাশ স্পোর্টস ডেস্ক:
লা লিগার তৃতীয় রাউন্ডে বিপরীতধর্মী দিন কাটালো দুই চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। নিজ নিজ ঘরের মাঠে খেলতে নেমে রিয়াল লেভান্তের বিপক্ষে কষ্টার্জিত ড্র নিয়ে মাঠ ছাড়লেও লিওনেল মেসির হ্যাটট্রিকে এস্পানিওলের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বার্সা।
কাতালান ডার্বিতে গতকালের হ্যাটট্রিকে ১৮টি গোল হয়ে গেল মেসির। এর ফলে আরনেস্তো ভালভার্দের অধীনে লা লিগায় খেলা প্রথম তিন ম্যাচেই শতভাগ জয় তুলে নিয়েছে কাতালান জায়ান্টরা।
ম্যাচের ২৫ মিনিটে ইভান রাকিটিচের বাড়ানো পাস থেকে গোল উৎসবের উদ্বোধন করেন মেসি। এরপর ম্যাচের ৩৫ ও ৬৭ মিনিটে জর্ডি আলবার সহায়তায় আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। ম্যাচের ৮৭ মিনিটে স্কোরবোর্ডে নাম লেখান জেরার্ড পিকে। আর ৯০ মিনিটে এস্পানিওলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুইস সুয়ারেজ।
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে পুচকে লেভান্তের বিপক্ষে হারতে বসেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১২ মিনিটেই আইভি লোপেজের গোলে এগিয়ে যায় সফরকারী লেভান্তে। তবে ম্যাচের ৩৫ মিনিটে স্বাগতিক শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন লুকাস ভাসকুয়েজ। বাকি সময়ে আর কোন গোল না হলে ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
৩ ম্যাচে ৩ জয় নিয়ে ৯ পয়েন্ট নিয়ে রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছে বার্সা। ৩ ম্যাচে ২ ড্র ও ১ জয়ে রিয়ালের পয়েন্ট ৫।
আকাশ নিউজ ডেস্ক 

























