অাকাশ জাতীয় ডেস্ক:
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সরকারের যত টার্গেট আছে, তা ২০২৪ সালের মধ্যে পূরণ হবে। শনিবার বিকেলে সিলেট সীমান্তিকের ৪০ বছরে পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এনজিও অ্যাক্টিভিটিস বাংলাদশের মতো আর কোনো দেশে নেই। এছাড়া ২০৩০ সালের মধ্যে দরিদ্রতা থাকবে না। তবে ৭ শতাংশের মতো থাকলেও তা রাষ্ট্রের ওপর নির্ভর করবে।
তিনি আরো বলেন, এদের মধ্যে জন্মলগ্ন থেকেই সীমান্তিক স্বাস্থ্য, শিক্ষায় প্রশিক্ষণ দিয়ে তাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করেছে। এছাড়া ২০১৮ সালের মধ্যে সারা দেশ বিদ্যুতায়নের আওতায় আনা হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















