আকাশ স্পোর্টস ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম টিটু এ খেলার উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি মো. শাহাজাহান খান তালুকদার। বক্তব্য রাখেন জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক মো. গোলাম মাওলা নকিব, সদর উপজেলা আ’লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক (স্বপন), সাধারন সম্পাদক মো. রেজাউল করিম শিকদার মন্টু প্রমুখ।
এতে উদ্বোধনী খেলায় জেলার সদর উপজেলা ও ইন্দুরকানী উপজেলা দল অংশ গ্রহণ করেন। এতে পিরোজপুর উপজেলা ইন্দুরকানী উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে।
আকাশ নিউজ ডেস্ক 
























