আকাশ বিনোদন ডেস্ক :
গোয়ায় উন্মুক্ত স্থানে অশালীন ভিডিও ধারণের অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী পুনম পাণ্ডে ও তার স্বামী।
গোয়া পুলিশ ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, অশালীন ভিডিও প্রচারের অভিযোগে আলোচিত এ দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
এমনিতেই অন্তর্জালে উষ্ণতা ছড়িয়ে সবসময় আলোচনায় থাকেন পুনম পাণ্ডে। গত ২ নভেম্বর পুনমের একটি নগ্ন ভিডিও ভাইরাল হয় অন্তর্জালে। ভিডিওটি ধারণ করা হয় গোয়ার চাপোলি ড্যাম কানাকোনায়। এরকম একটি উন্মুক্ত স্থানে নগ্ন ভিডিও করায় সামাজিকমাধ্যমে অনেকেই অভিযোগ তোলেন। এরপর পানি সম্পদ অধিদপ্তর পুনমদের নামে মামলা ঠুকে দেয়।
Poonam Pandey’s ‘porn photoshoot’ in Goa government property prompts FIR against ‘unknown persons’
অজ্ঞাত ব্যক্তিদের উল্লেখ করে মামলা করা হলেও পুলিশ ঠিকই পুনম দম্পতিকে গ্রেফতার করে। পরে অবশ্য শর্তসাপেক্ষে জামিন পেয়ে যান পুনম ও তার স্বামী। তবে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ দম্পতিকে গোয়াতেই থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ৩১ অক্টোবর সকালে তারা উন্মুক্ত স্থানে যে ভিডিও ধারণ করেছেন তা আপত্তিজনক বলেই প্রাথমিক তদন্তে জানা গেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























