ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

যশোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোরের ঝিকরগাছা উপজেলায় আগুনে পুড়ে পুতুল দাস (১৬) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাত ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাসপাড়ার বাড়িতে স্বামী-স্ত্রী দগ্ধ হন।

পরিবারের অভিযোগ, পুতুলের স্বামী প্রদীপ দাস আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তবে প্রদীপের দাবি, স্বামী-স্ত্রীর ঝগড়া-বিবাদের এক পর্যায়ে পুতুল নিজেই গায়ে আগুন দিয়েছে। ঠেকাতে গিয়ে তিনিও দগ্ধ হয়েছেন।

স্বজন ও প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। গভীর রাতে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। ঝগড়ার কারণে প্রদীপ তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিতে পারে বলে অভিযোগ প্রতিবেশীদের।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস চৌধুরী জানান, ভোরের দিকে দগ্ধ দম্পতিকে হাসপাতালে আনা হয়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। এছাড়া আহত প্রদীপের দুটি হাত, চোয়াল ও মাথার চুল পুড়ে গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত প্রদীপ দাবি করেন, পারিবারিক বিষয় নিয়ে পুতুলের সঙ্গে তার ঝগড়া হয়। স্ত্রী নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তিনি আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তার দুই হাত পুড়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।

প্রদীপের দাবি, মুসলিম পরিবারে তার জন্ম। তার নাম ছিল আল আমিন। ছোটবেলায় বাবা মারা যায়। তার মা মুসলিম হলেও ১০-১২ বছর আগে সনাতন ধর্মাবলম্বী কিশোর দাস নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তখন থেকেই তিনি ওই সনাতন ধর্মের পরিবারে বেড়ে উঠেছেন। তার নাম হয়েছে প্রদীপ দাস। ছোটবেলায় সনাতন ধর্ম গ্রহণ করে পুতুলকে ভালোবেসে ৮ মাস আগে বিয়ে করেন তিনি।

ঝিকরগাছা থানার অফিসার (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্বামীর দেয়া আগুনে পুতুল দাসের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের সৎকার শেষে পরিবার অভিযোগ দেবে। এ ঘটনায় নিহতের স্বামী প্রদীপ পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম

যশোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৯:৪১:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোরের ঝিকরগাছা উপজেলায় আগুনে পুড়ে পুতুল দাস (১৬) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাত ১২টার দিকে ঝিকরগাছা উপজেলার রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাসপাড়ার বাড়িতে স্বামী-স্ত্রী দগ্ধ হন।

পরিবারের অভিযোগ, পুতুলের স্বামী প্রদীপ দাস আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তবে প্রদীপের দাবি, স্বামী-স্ত্রীর ঝগড়া-বিবাদের এক পর্যায়ে পুতুল নিজেই গায়ে আগুন দিয়েছে। ঠেকাতে গিয়ে তিনিও দগ্ধ হয়েছেন।

স্বজন ও প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। গভীর রাতে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা বাইরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এ সময় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। ঝগড়ার কারণে প্রদীপ তার স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিতে পারে বলে অভিযোগ প্রতিবেশীদের।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আহম্মেদ তারেক শামস চৌধুরী জানান, ভোরের দিকে দগ্ধ দম্পতিকে হাসপাতালে আনা হয়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। এছাড়া আহত প্রদীপের দুটি হাত, চোয়াল ও মাথার চুল পুড়ে গেছে। তাকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত প্রদীপ দাবি করেন, পারিবারিক বিষয় নিয়ে পুতুলের সঙ্গে তার ঝগড়া হয়। স্ত্রী নিজেই নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে তিনি আগুন নেভানোর চেষ্টা করেন। এতে তার দুই হাত পুড়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।

প্রদীপের দাবি, মুসলিম পরিবারে তার জন্ম। তার নাম ছিল আল আমিন। ছোটবেলায় বাবা মারা যায়। তার মা মুসলিম হলেও ১০-১২ বছর আগে সনাতন ধর্মাবলম্বী কিশোর দাস নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। তখন থেকেই তিনি ওই সনাতন ধর্মের পরিবারে বেড়ে উঠেছেন। তার নাম হয়েছে প্রদীপ দাস। ছোটবেলায় সনাতন ধর্ম গ্রহণ করে পুতুলকে ভালোবেসে ৮ মাস আগে বিয়ে করেন তিনি।

ঝিকরগাছা থানার অফিসার (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্বামীর দেয়া আগুনে পুতুল দাসের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের সৎকার শেষে পরিবার অভিযোগ দেবে। এ ঘটনায় নিহতের স্বামী প্রদীপ পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে।