অাকাশ স্পোর্টস ডেস্ক:
মাত্র ৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ৪৮ রান করতেই অস্ট্রেলিয়া ওয়ার্নার, অধিনায়ক স্মিথ ও রেনশর উইকেট হারিয়ে ফেলেছে।
মুস্তাফিজ, তাইজুল ও সাকিব একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে খেলার চতুর্থ দিনে ৩৭৭ রানে আটকে রেখে অস্ট্রেলিয়াকে অলআউট করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নাথান লায়নের ঘূর্ণিতে কুপোকাত হয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৮৬ রান। লায়ন বাংলাদেশে তার কার্যকরিতা অব্যাহত রেখে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসের ৭ উইকেট মিলিয়ে এই টেস্টে ১৩ উইকেট শিকার করলেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 

























