অাকাশ স্পোর্টস ডেস্ক:
চা এবার একটু স্বস্তি নিয়ে পান করতে পারছে বাংলাদেশ। ৯৫তম ওভারের শেষ বলে সৌম্য সরকারের দারুণ এক ক্যাচে ফিরেছেন হিল্টন কার্টরাইট। এর আগে ডেভিড ওয়ার্নারকে তুলে নিয়ে ২২তম জন্মদিনের উৎসব করেছেন মোস্তাফিজুর রহমান। ৮৮তম ওভারে তাঁর বাউন্সারে ইমরুল কায়েসের তালুবন্দী হন ওয়ার্নার। চা-বিরতির আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ৩২১। ১৬ রানে এগিয়ে সফরকারীরা।

ওয়ার্নারের বিদায়ের পর ম্যাক্সওয়েলের সঙ্গে যোগ দিয়েছেন হিলটন কার্টরাইট। এর আগে ২০তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসের পর আবারও তিন অঙ্কের দেখা পেলেন তিনি। অস্ট্রেলিয়ার ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এশিয়ায় টানা দুই সেঞ্চুরি তুলে নিলেন এ ওপেনার। ২৩৪ বলে ১২৩ রানের ইনিংস খেলেন তিনি। নিজের স্বভাববিরুদ্ধ ব্যাটিংই করেছেন অস্ট্রেলীয় সহ–অধিনায়ক। বাউন্ডারি মেরেছেন মাত্র ৭টি।
হ্যান্ডসকম্ব তাঁর ৮২ রানের ইনিংসটি খেলেছেন ১৪৪ বলে। ছিল ৬টি চারের মার।
আকাশ নিউজ ডেস্ক 

























