অাকাশ জাতীয় ডেস্ক:
জঙ্গি আব্দুল্লাহ ওরফে টিটু মাজার রোডের পাশের বর্ধনবাড়ি ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি হোল্ডিংয়ে ছয়তলা ভবনের পঞ্চম তলায় আস্তানা গেড়েছেন। র্যাবের ভাষ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে জঙ্গিবাদে জড়িত এই আবদুল্লাহ।
তারা বলছেন, তবে র্যাব তাকে আব্দুল্লাহ বললেও এলাকাবাসীর অনেকে তাকে টিটু নামে চেনেন। ওই ভবনে খোকা নামে তার এক ছোট ভাইও থাকত। মিরপুর মাজার রোডের দীর্ঘদিনের এই বাসিন্দা ইলেকট্রনিক সামগ্রী মেরামতের কাজ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আইপিএস ও ফ্রিজ মেরামতসহ বাসাবাড়িতে মিস্ত্রির কাজ করতেন আবদুল্লাহ। কবুতর পালতেন পাশাপাশি ওই বাড়ির ছাদে। তবে তার গ্রামের বাড়ির খোঁজ দিতে পারেননি কেউ।
মুখভর্তি লম্বা দাঁড়িওয়ালা মধ্যবয়সী পরিচিত মুখের মানুষটি যে এতোবড় জঙ্গি, তা ভাবতেই পারেননি ঢাকার মিরপুরের মাজার রোডের বাসিন্দারা। এলাকার দীর্ঘ দিনের এই বাসিন্দা রাজনৈতিক আলাপ-আলোচনা এড়িয়ে চললেও প্রায়ই চায়ের দোকানে বসতেন। কিন্তু তিনি যে ভেতরে ভেতরে জঙ্গিবাদে জড়িত তা একটুও বোঝা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 




















