অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
রোহিঙ্গাদের নিয়ে কঠিন নিরবতা ভাঙ্গলেন মিয়ামনারের স্টেট কাউন্সিলর অং সাং সুচি। শান্তিতে নোবেল জয়ী সুচি তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপে এরদোগানের সঙ্গে টেলিফোনে বলেছেন, রোহিঙ্গাদের ওপর কোনো অত্যাচার হচ্ছে না। বরং সন্ত্রাসীদের স্বার্থে অনেক ভুল তথ্য বা অপপ্রচার চলছে। মানবাধিকার ও গণতান্ত্রিক সুরক্ষা থেকে বঞ্চিত হওয়ার মানে কী আমরা খুব ভালভাবে জানি, সবচেয়ে বেশি। এরদোগান টেলিফোন করেন সুচিকে। রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, নির্বিচারে ধর্ষণ ও তাদের বাড়ি ঘর লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ করতে বললে প্রতিউত্তরে সুচি আশ্বাস দিয়ে বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা বিধানে তার সরকার কাজ করছে।
গত দুই সপ্তাহ ধরে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতায় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিলেও এই প্রথমবারের মত বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সুচি। মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও অবিসংবাদিত এই নেতা টেলিফোনে এরদোগানকে আরো বলেন, তার সরকার রোহিঙ্গাদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। মানবাধিকার ও গণতান্ত্রিক সুরক্ষা কি জিনিস তা সবচেয়ে ভালবাবে তিনি জানেন। সুচি বলেন, আমরা খুব ভালভাবে জানি, সবার চেয়ে বেশি মানবাধিকার থেকে বঞ্চিত হওয়ার মানে কী? তাই আমরা নিশ্চিত যে মিয়ানমারের সব মানুষই তাদের অধিকারের সুরক্ষা পাওয়ার অধিকারী। শুধু রাজনৈতিক, সামাজিক ও মানবিক প্রতিরক্ষা নয় সবধরনের মানবাধিকার পাচ্ছে মিয়ানমারের জনগণ।
আকাশ নিউজ ডেস্ক 



















