আকাশ বিনোদন ডেস্ক :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সম্প্রতি একটি গান লিখেছেন রিয়েলিট শো থেকে আসা সঙ্গীতশিল্পী রন্টি দাস। গানের শিরোনাম ‘মুজিব বাংলাদেশ’। এর সুর করেছেন তার স্বামী সাইদ রহমান এবং সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।
মিউজিক ভিডিও নির্মাণ করেছে আজব কারিগর। এ গান প্রসঙ্গে রন্টি দাস বলেন, ‘মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় মুজিব বাংলাদেশ গানটি আমি করতে পেরেছি। করোনার কারণে গানটি প্রকাশ করা হয়নি এতদিন।
আমার ইচ্ছা এটি মুজিববর্ষেই অর্থাৎ চলতি বছরেই ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশ করার। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেই গানটি প্রকাশ করব। আমার বিশ্বাস এ গানটি মুজিববর্ষের অন্যতম একটি গান হিসেবেই বিবেচিত হবে।’
আকাশ নিউজ ডেস্ক 

























