অাকাশ স্পোর্টস ডেস্ক:
মাত্র ২১ রানে দুই উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল বাংলাদেশ। টাইগারদের ইনিংসকে সামনে টানছিলেন ওপেনার সৌম্য সরকার ও নতুনভাবে একাদশে জায়গা পাওয়া মুমিনুল হক। তবে লাঞ্চের ঠিক আগ মুহূর্তে বিতর্কিত এক এলবিডব্লিউর ফাঁদে পড়ে ৩৩ রান করে মাঠ ছাড়েন সৌম্য। তাই লাঞ্চের আগে ২৯.৪ ওভার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে ৭০ রান।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকালে টস ভাগ্যে জিতে শুরুতে ব্যাটিং নেন অধিনায়ক মুশফিকুর রহিম। তবে ঢাকা টেস্টে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা তামিম ইকবাল নিজ শহর চট্টগ্রামে সুবিধা করতে পারেননি। দলীয় ১৩ রানে ফিরে যান তামিম (৯)। তাকে অনুসরণ করে ওয়ান ডাউনে নামা ইমরুলও সাজঘরে ফেরেন দুই অঙ্ক ছোঁয়ার আগেই। তিনটি উইকেটই নিয়েছেন অসি স্পিনার নাথান লিয়ন।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২০ রানে জয়লাভ করে। এর ফলে সিরিজে টাইগাররা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এই ম্যাচে জয় অথবা ড্র-ই বাংলাদেশের সিরিজ জয়ের জন্য যথেষ্ট হবে। সেটি হলে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের পর কোনো দলের পক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতবে লাল-সবুজের দল।
আকাশ নিউজ ডেস্ক 

























