অাকাশ বিনোদন ডেস্ক:
ঈদ বলে কথা, নাটক-চলচ্চিত্রেও তার প্রভাব পড়েছে। নাটক-চলচ্চিত্রই শুধু নয়, ঈদ উপলক্ষ্যে নির্মিত বিভিন্ন অনুষ্ঠানে ঈদের চাঁদ থেকে শুরু করে কোরবানির বিষয়টি প্রাধান্য পেয়েছে।
ঈদ উপলক্ষ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণ করেছেন ‘কাজল রেখার কোরবানি’। নাটকের মূল চরিত্রে দেখা যাবে পূর্ণিমা ও চঞ্চল চৌধুরীকে।
‘কাজল রেখার কোরবানি’ নাটকে আরও অভিনয় করেছেন আহসানুল হক মিনু, অলিউল হক রুমি, টুনটুনি, মুক্তা, বাপ্পা, রোকন, সীমান্ত, প্রমুখ। নাটকটি রবিবার রাত ৮.৩০ এ দীপ্ত টিভিতে প্রচারিত হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























