অাকাশ জাতীয় ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেও বলেছেন, ঈদ যাত্রায় মহাসড়কে এবার ভয়-ভীতি ছিলো অনেক বেশি। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রকৌশলীরা ২৪ ঘণ্টা মহাসড়কে সর্বাত্মক কাজ করেছে। স্বয়ং প্রধানমন্ত্রী সাতদিন ধরে বিষয়টি মনিটরিং করছেন।
শুক্রবার সকালে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর মহিপাল এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, গুম-খুন-সন্ত্রাসে বিএনপির নজিরবিহীন রেকর্ড কেউ ভাঙ্গতে পারবে না। এছাড়া সম্প্রতি চলতি বাসে গণধর্ষণের শিকার হন ঢাকার কলেজছাত্রী এডভোকেট হওয়ার স্বপ্ন পূরণ না হওয়া দুঃখজনক। খারাপ লোকরা যেন ড্রাইভার-হেলপার না হতে পারে সে বিষয়ে মালিকদের সচেষ্ট থাকতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















