ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যক্তিগত অনুশীলনে যোগ দিলেন বিজয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ক্রিকেটারদের ব্যক্তিগত প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় দলের ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়। আয়োজনটি প্রাথমিকভাবে আট দিনের জন্য নির্ধারিত থাকলেও পরে এর মেয়াদ আরও কয়েক দিন বাড়ানো হয়েছে।

সোমবার ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়ে এনামুল বলেন, চার মাসেরও বেশি সময় পরে প্রশিক্ষণে অংশ নেয়া কঠিন ছিল।

এনামুলের পাশাপাশি মেহেদী রানাও একই দিনে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৃথক ব্যক্তিগত অনুশীলনে অংশ নেন। বোর্ডের তত্ত্বাবধানে ও নিয়ম অনুযায়ী গত ১৯ জুলাই থেকে দেশের পাঁচটি ভেন্যুতে ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

এর আগে জাতীয় ক্রিকেট দলের আরও বেশ কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত অনুশীলনে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যক্তিগত অনুশীলনে যোগ দিলেন বিজয়

আপডেট সময় ০৯:৩২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ক্রিকেটারদের ব্যক্তিগত প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছেন জাতীয় দলের ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়। আয়োজনটি প্রাথমিকভাবে আট দিনের জন্য নির্ধারিত থাকলেও পরে এর মেয়াদ আরও কয়েক দিন বাড়ানো হয়েছে।

সোমবার ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়ে এনামুল বলেন, চার মাসেরও বেশি সময় পরে প্রশিক্ষণে অংশ নেয়া কঠিন ছিল।

এনামুলের পাশাপাশি মেহেদী রানাও একই দিনে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৃথক ব্যক্তিগত অনুশীলনে অংশ নেন। বোর্ডের তত্ত্বাবধানে ও নিয়ম অনুযায়ী গত ১৯ জুলাই থেকে দেশের পাঁচটি ভেন্যুতে ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা।

এর আগে জাতীয় ক্রিকেট দলের আরও বেশ কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত অনুশীলনে যোগ দেন।