আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পের এডিসি কলোনি থেকে রিভলবার ও ইয়াবাসহ আলী নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে র্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) ভোরের দিকে ওই কলোনিতে অভিযান চালায় র্যাব। অভিযানে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই হাজার ৬২০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতাকে আটক করা হয়। তার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আকাশ নিউজ ডেস্ক 

























