ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবদুল জব্বার বাংলার হেমন্ত : ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বারকে এই বাংলার হেমন্ত মুখোপাধ্যায় বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী আবদুল জব্বারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের আগে ওবায়দুল এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি ছিলেন সুরের জাদুকর। দীর্ঘদিন সুরের মূর্ছনায় আমাদের বিমোহিত করে রেখেছেন। তিনি স্বাধীনতা যুদ্ধে গান গেয়ে দেশপ্রেমে উজ্জীবিত করেছিলেন বাঙালিকে। জাতির জনক তাঁকে খুব স্নেহ করতেন। জাতির জনককে নিয়েও তিনি অসংখ্য গান গেয়েছেন। তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য আমরা অবশ্যই কাজ করব।’

“নায়করাজ রাজ্জাক প্রয়াণের পর আমি তাঁকে এ বাংলার ‘উত্তম কুমার’ বলে আখ্যায়িত করেছিলাম। শিল্পী আবদুল জব্বারকে আমি বাংলার হেমন্ত কুমার হিসেবে মনে করি”, বলেন ওবায়দুল।

ওই সময় ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য এস এম কামাল, সাবেক সহসম্পাদক শফী আহমেদ প্রমুখ।

এদিকে, শহীদ মিনারে শিল্পী আবদুল জব্বারকে শ্রদ্ধা জানাতে এরই মধ্যে এসেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দীন ইউসুফ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম, শিল্পী খালিদ হোসেনসহ অনেকেই।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গত শনিবার রাত থেকেই লাইফ সাপোর্টে ছিলেন আবদুল জব্বার। তাঁর খাওয়া-দাওয়া বন্ধ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবদুল জব্বার বাংলার হেমন্ত : ওবায়দুল কাদের

আপডেট সময় ০১:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বারকে এই বাংলার হেমন্ত মুখোপাধ্যায় বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী আবদুল জব্বারের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের আগে ওবায়দুল এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তিনি ছিলেন সুরের জাদুকর। দীর্ঘদিন সুরের মূর্ছনায় আমাদের বিমোহিত করে রেখেছেন। তিনি স্বাধীনতা যুদ্ধে গান গেয়ে দেশপ্রেমে উজ্জীবিত করেছিলেন বাঙালিকে। জাতির জনক তাঁকে খুব স্নেহ করতেন। জাতির জনককে নিয়েও তিনি অসংখ্য গান গেয়েছেন। তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য আমরা অবশ্যই কাজ করব।’

“নায়করাজ রাজ্জাক প্রয়াণের পর আমি তাঁকে এ বাংলার ‘উত্তম কুমার’ বলে আখ্যায়িত করেছিলাম। শিল্পী আবদুল জব্বারকে আমি বাংলার হেমন্ত কুমার হিসেবে মনে করি”, বলেন ওবায়দুল।

ওই সময় ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য এস এম কামাল, সাবেক সহসম্পাদক শফী আহমেদ প্রমুখ।

এদিকে, শহীদ মিনারে শিল্পী আবদুল জব্বারকে শ্রদ্ধা জানাতে এরই মধ্যে এসেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দীন ইউসুফ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আশরাফুল আলম, শিল্পী খালিদ হোসেনসহ অনেকেই।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গত শনিবার রাত থেকেই লাইফ সাপোর্টে ছিলেন আবদুল জব্বার। তাঁর খাওয়া-দাওয়া বন্ধ ছিল।