ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে: বেনজীর

অাকাশ জাতীয় ডেস্ক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, এবার ঈদে রাজধানীতে প্রায় ৬০০ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তাই সব ধরনের ঝুঁকির বিষয় মাথায় রেখেই ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি এসব কথা বলেন।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিরা শুধু জায়নামাজ সঙ্গে আনতে পারবেন। তবে প্রয়োজনে পানিও সঙ্গে নেওয়া যেতে পারে। এ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিরাপত্তা ব্যবস্থাকে কেউ দয়া করে অহেতুক ঝামেলা মনে করবেন না। ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে। নিরাপত্তার জন্য ভেতরে প্রবেশ করতে একটু বেশি সময় লাগতে পারে। এছাড়া বাহিনীটির ১৪টি ব্যাটালিয়নের মধ্যে নয়টি ঢাকাতে। বাকি ব্যাটালিয়ন ও বিভিন্ন ক্যাম্প থেকে সংশ্লিষ্ট এলাকায় ঈদের জামাতে নিরাপত্তা দেবে র‌্যাব।

তিনি আরো বলেন, মুসল্লিরা যাতে নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারেন সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এতে হয়তো অনেকেই বিরক্তি বোধ করবেন। কিন্তু আপনারা বিরক্ত না হয়ে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। এছাড়া ঈদ উপলক্ষে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে: বেনজীর

আপডেট সময় ০১:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, এবার ঈদে রাজধানীতে প্রায় ৬০০ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তাই সব ধরনের ঝুঁকির বিষয় মাথায় রেখেই ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের ডিজি এসব কথা বলেন।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিরা শুধু জায়নামাজ সঙ্গে আনতে পারবেন। তবে প্রয়োজনে পানিও সঙ্গে নেওয়া যেতে পারে। এ ছাড়া অন্য কিছু নিয়ে মুসল্লিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিরাপত্তা ব্যবস্থাকে কেউ দয়া করে অহেতুক ঝামেলা মনে করবেন না। ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে র‌্যাবের পক্ষ থেকে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে। নিরাপত্তার জন্য ভেতরে প্রবেশ করতে একটু বেশি সময় লাগতে পারে। এছাড়া বাহিনীটির ১৪টি ব্যাটালিয়নের মধ্যে নয়টি ঢাকাতে। বাকি ব্যাটালিয়ন ও বিভিন্ন ক্যাম্প থেকে সংশ্লিষ্ট এলাকায় ঈদের জামাতে নিরাপত্তা দেবে র‌্যাব।

তিনি আরো বলেন, মুসল্লিরা যাতে নির্বিঘ্নে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারেন সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এতে হয়তো অনেকেই বিরক্তি বোধ করবেন। কিন্তু আপনারা বিরক্ত না হয়ে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। এছাড়া ঈদ উপলক্ষে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব।