অাকাশ স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসানকে জীবন্ত কিংবদন্তি হিসেবে অভিহিত করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে ২০ রানের ঐতিহাসিক জয়ের পর বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে মাশরাফি এ অভিব্যক্তি প্রকাশ করেছেন।
ইংরেজিতে লেখা ওই স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, তামিম ইকবাল তুমি ব্রিলিয়ান্ট, সম্ভবত বিশ্বের সেরা ওপেনারদের একজন। তাইজুল দুর্দান্ত বোলার, মিরাজ তুমি রক, মুশফিক যাই করুক না কেন সফল অধিনায়ক হিসেবে সবাইকে মাঠে দুর্দান্ত সমর্থন দিয়ে গেছে।
কিন্তু একজন যিনি এই মুহূর্তে তার সকল উত্তর দিয়ে দিয়েছেন…। সাকিব আল হাসান তুমি জীবন্ত কিংবদন্তি। যখন তুমি লড়াই কর তখন কেউই তোমার মতো লড়তে পারে না। সতীর্থ তুমি জন্মেছ ২২ গজের জন্যই। জয় বাংলা এবং সবাইকে ঈদ মোবারক।
আকাশ নিউজ ডেস্ক 























