অাকাশ স্পোর্টস ডেস্ক:
মাঠে উপস্থিত থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের সাক্ষী হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু যে মাঠে উপস্থিত ছিলেন তা কিন্তু নয়। জয়ের পর ড্রেসিংরুমে দেখা করেছেন ক্রিকেটারদের সঙ্গেও। যেখানে প্রধানমন্ত্রীকে ম্যাচসেরা সাকিব আল হাসানের মাথায় হাত দিয়ে আদর করতে দেখা যায়। এ সময় সাকিবকে মাথা নীচু করে লজ্জার ভাব নিয়ে হাসছিলেন। দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে ম্যাচসেরা হয়েছেন সাকিব। এছাড়া ব্যাটহাতে হাফসেঞ্চুরিসহ করেছেন ৮৯ রান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সভাপতি নাজমুল হাসান, জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং মুশফিক, তামিমসহ অন্য ক্রিকেটাররা সেখানে উপস্থিত ছিলেন। ইতোমধ্যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়ে গেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সমর্থন যোগানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান সাকিব। তিনি বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) সব সময় আমাদের সাপোর্ট দেন, ক্রিকেট অনেক পছন্দ করেন। সেটাই দেখাতে এসেছিলেন। দলের জন্য এমন সাপোর্ট দরকার। আমাদের এটা উৎসাহ দেয়। আমরা সবাই জানি, পুরো দেশ আমাদের সাথে আছে।’
আকাশ নিউজ ডেস্ক 

























