অাকাশ বিনোদন ডেস্ক:
ঢাকা, ২৭ আগস্ট- কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের সংসারে আগুন লাগার পেছনে তার প্রাক্তন স্ত্রী রেহানা অভিযোগের আঙুল তুলেছিলেন মডেল ও অভিনেত্রী তানজিন তিশার প্রতি। যদিও এতোদিন এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন তানজিন তিশা। এমনকি হাবিবের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন তিনি। তবে এবার নিজেকেই যেনো মিথ্যে প্রমাণ করলেন তিনি।
বেশ কিছুদিন ধরেই মিডিয়া পাড়ায় গুঞ্জন উড়ছে প্রেম করছেন হাবিব-তিশা। যদিও তাদের সম্পর্ক নিয়ে এ পর্যন্ত পরিষ্কার কোনো বক্তব্য দেননি তিশা-হাবিব। গত ১৯ জানুয়ারি স্ত্রী রেহানের সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয় হাবিবের। এরপর হাবিবের স্ত্রীর ফেসবুক ও সংবাদমাধ্যমের সুবাদে জানা যায়, তিশার কারণেই বিচ্ছেদ হয়েছে হাবিব-রেহানের। তবে এমন অভিযোগ অস্বীকার করেন হাবিব। তবে তানজিন তিশার সঙ্গে তার সম্পর্কটা একান্তই ব্যক্তিগত বলেও জানান হাবিব।
তারপর বেশ কিছুদিন বিষয়টি নিয়ে থেমে ছিল আলোচনা। কিন্তু আবারো তিশা-হাবিবের সম্পর্কের গুঞ্জনে নতুন হাওয়া লেগেছে। এবার এ আলোচনার জন্ম দিয়েছেন তিশা নিজেই। এ আলোচনার শুরু একটি ছবিকে কেন্দ্র করে। গতকাল দিবাগত রাতে তিশা তার ফেসবুক অ্যাকাউন্টের ‘প্রোফাইল পিকচার’-এ একটি ছবি দেন। এতে দেখা যায়, রেইন কোর্ট পরিহিত হাবিব মোটর সাইকেলের চালকের আসনে। তার পেছনে বসে আছেন তিশা।
ছবিটি ফেসবুকে পোস্ট করার পরই শুরু হয় নতুন গুঞ্জন। অনেকেই বলছেন- প্রেম করছেন এই জুটি, আর এ নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকে প্রশ্ন তুলেছেন তবে কী বিয়ে করে ফেলেছেন হাবিব-তিশা? কেউ কেউ তাদের অভিনন্দন জানিয়েছেন। তবে এই ছবিটি নতুন কোনো কাজের দৃশ্য কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 

























