ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্র থেকে হজে গেছে ৫ হাজার বাংলাদেশি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র থেকে এবার ২৫ হাজারেরও বেশি নাগরিক এবার হজে গিয়েছেন। তারমধ্যে পাঁচ হাজার বাংলাদেশি-আমেরিকান নাগরিক রয়েছেন।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সৌদি দূতাবাস এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স ও কম্যুনিটির বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, মিনেসোটা, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, নিউ জার্সি, ওহাইয়ো, ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া এবং ম্যাসেচুসেট্স অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশি মুসল্লী গেছেন হজে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাবের প্রেক্ষিতে যারা গ্রিনকার্ড পাননি তাদের আরও অনেকের হজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারেননি।

এবার গত বছরের চেয়ে অনেক বেশি আমেরিকান হজ্বে গেছেন বলে মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থা দাবি করেছে।

এবার হজ পালনে আগ্রহীদের মধ্যে ‘ভিভিআইপি’ ক্যাটাগরি রয়েছে। এ ক্যাটাগরিতে যারা হজে গিয়েছেন তারা স্বল্প সময়ে হজ শেষে সবার আগে যুক্তরাষ্ট্রে ফিরবেন।

এ দলে মাথাপিছু হজ করতে ১০ হাজার ডলার করে নেওয়া হয়। তারা মক্কা ও মদিনায় বিলাসবহুল হোটেলে অবস্থান ছাড়াও চলাফেরায় নানা সুবিধা পাবেন।

এবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ (পুরো পরিবারসহ), সিনিয়র যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য ড্যানি চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া, আওয়ামী লীগ নেতা জাফরউল্লাহও হজে গেছেন।

তারা সকলের কাছে সুষ্ঠুভাবে হজ সম্পাদন করার ব্যাপারে দোয়া চেয়েছেন।

নিউ ইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত সবচেয়ে বড় মসজিদ ‘বাংলাদেশ মুসলিম সেন্টার- এর প্রেসিডেন্ট আবুল হাশেম, জুডিশিয়ারি বোর্ডের অন্যতম সদস্য সিরাজুল মাওলা এবং এ মসজিদের ইমাম রুহুল্লাহ হজে গেছেন ভিভিআইপি ক্যাটাগরিতে। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা থেকে হজে যাওয়া বাংলাদেশিদের মধ্যে সাংবাদিক শামসুল আলমও রয়েছেন। তারাও দোয়া চেয়েছেন।

মক্কার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ ঘনিষ্ঠজনদের নিয়ে দোয়া-মাহফিলেরও আয়োজন করেন। আবার অনেকে মসজিদের মুসল্লীদের মধ্যে তবারক বিতরণের মাধ্যমেও দোয়া চেয়েছেন।

ব্রুকলিনের নির্মাণ ব্যবসায়ী ও আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাদের মিয়ার পক্ষ থেকে তার বাসায় গত শুক্রবার দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও কয়েকশ প্রবাসী সে মাহফিলে শরিক হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র থেকে হজে গেছে ৫ হাজার বাংলাদেশি

আপডেট সময় ০৬:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র থেকে এবার ২৫ হাজারেরও বেশি নাগরিক এবার হজে গিয়েছেন। তারমধ্যে পাঁচ হাজার বাংলাদেশি-আমেরিকান নাগরিক রয়েছেন।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সৌদি দূতাবাস এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স ও কম্যুনিটির বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, মিশিগান, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, মিনেসোটা, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, নিউ জার্সি, ওহাইয়ো, ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া এবং ম্যাসেচুসেট্স অঙ্গরাজ্য থেকে সবচেয়ে বেশি মুসল্লী গেছেন হজে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মনোভাবের প্রেক্ষিতে যারা গ্রিনকার্ড পাননি তাদের আরও অনেকের হজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারেননি।

এবার গত বছরের চেয়ে অনেক বেশি আমেরিকান হজ্বে গেছেন বলে মুসলিম-আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত বিভিন্ন সংস্থা দাবি করেছে।

এবার হজ পালনে আগ্রহীদের মধ্যে ‘ভিভিআইপি’ ক্যাটাগরি রয়েছে। এ ক্যাটাগরিতে যারা হজে গিয়েছেন তারা স্বল্প সময়ে হজ শেষে সবার আগে যুক্তরাষ্ট্রে ফিরবেন।

এ দলে মাথাপিছু হজ করতে ১০ হাজার ডলার করে নেওয়া হয়। তারা মক্কা ও মদিনায় বিলাসবহুল হোটেলে অবস্থান ছাড়াও চলাফেরায় নানা সুবিধা পাবেন।

এবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ (পুরো পরিবারসহ), সিনিয়র যুগ্ম সম্পাদক ও এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং তার স্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য ড্যানি চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া, আওয়ামী লীগ নেতা জাফরউল্লাহও হজে গেছেন।

তারা সকলের কাছে সুষ্ঠুভাবে হজ সম্পাদন করার ব্যাপারে দোয়া চেয়েছেন।

নিউ ইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত সবচেয়ে বড় মসজিদ ‘বাংলাদেশ মুসলিম সেন্টার- এর প্রেসিডেন্ট আবুল হাশেম, জুডিশিয়ারি বোর্ডের অন্যতম সদস্য সিরাজুল মাওলা এবং এ মসজিদের ইমাম রুহুল্লাহ হজে গেছেন ভিভিআইপি ক্যাটাগরিতে। জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা থেকে হজে যাওয়া বাংলাদেশিদের মধ্যে সাংবাদিক শামসুল আলমও রয়েছেন। তারাও দোয়া চেয়েছেন।

মক্কার উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ ঘনিষ্ঠজনদের নিয়ে দোয়া-মাহফিলেরও আয়োজন করেন। আবার অনেকে মসজিদের মুসল্লীদের মধ্যে তবারক বিতরণের মাধ্যমেও দোয়া চেয়েছেন।

ব্রুকলিনের নির্মাণ ব্যবসায়ী ও আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাদের মিয়ার পক্ষ থেকে তার বাসায় গত শুক্রবার দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও কয়েকশ প্রবাসী সে মাহফিলে শরিক হন।