ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ দেশ গড়ার ক্ষেত্রে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মঈন খান মোস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির আমরা মা-বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত এটেন্টিভ : ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গর্ভপাত করানোর অভিযোগে ক্রিকেটার মারুফের বিরুদ্ধে মামলা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা ডাইনামাইটসের মারকুটে ব্যাটসম্যান মেহেদী হাসান মারুফের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী তামান্না বিনতে আজাদ।

নির্যাতন করে গর্ভপাত ঘটানোর অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলার এজহার থেকে জানা যায়, ২০০৯ সালের ২৯ নভেম্বর মেহেদি হাসান মারুফের সঙ্গে তামান্না বিনতে আজাদের বিয়ে হয়। ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের মধ্যে কোনো অশান্তি ছিল না। তবে ওই সময়ের পরে তামান্না বিনতে আজাদের প্রতি মারুফের অবহেলা ও তুচ্ছ-তাচ্ছিল্য শুরু হয়। এর জেরে এক সময় তামান্না বিনতে আজাদকে শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করেন মারুফ। প্রতিবাদ করলে মারুফ আরও ক্ষিপ্ত হয়ে উঠতেন এবং স্ত্রীকে আরও বেশি নির্যাতন করতেন। কখনও কখনও মারুফের মারধরে তামান্না বিনতে আজাদ গুরুতর আহত হয়েছেন।

মামলার বিবরণে আরও বলা হয়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে মারুফ পৃথক বাসায় থাকতে শুরু করেন। এসময় তিনি অন্য একজন নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। একদিন ওই নারীর সঙ্গে মারুফকে হাতেনাতে ধরেন বলে মামলার বিবরণে উল্লেখ করেন তামান্না।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সর্বশেষ আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন মেহেদী মারুফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গর্ভপাত করানোর অভিযোগে ক্রিকেটার মারুফের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা ডাইনামাইটসের মারকুটে ব্যাটসম্যান মেহেদী হাসান মারুফের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী তামান্না বিনতে আজাদ।

নির্যাতন করে গর্ভপাত ঘটানোর অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছেন।

মামলার এজহার থেকে জানা যায়, ২০০৯ সালের ২৯ নভেম্বর মেহেদি হাসান মারুফের সঙ্গে তামান্না বিনতে আজাদের বিয়ে হয়। ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের মধ্যে কোনো অশান্তি ছিল না। তবে ওই সময়ের পরে তামান্না বিনতে আজাদের প্রতি মারুফের অবহেলা ও তুচ্ছ-তাচ্ছিল্য শুরু হয়। এর জেরে এক সময় তামান্না বিনতে আজাদকে শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করেন মারুফ। প্রতিবাদ করলে মারুফ আরও ক্ষিপ্ত হয়ে উঠতেন এবং স্ত্রীকে আরও বেশি নির্যাতন করতেন। কখনও কখনও মারুফের মারধরে তামান্না বিনতে আজাদ গুরুতর আহত হয়েছেন।

মামলার বিবরণে আরও বলা হয়, ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে মারুফ পৃথক বাসায় থাকতে শুরু করেন। এসময় তিনি অন্য একজন নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন। একদিন ওই নারীর সঙ্গে মারুফকে হাতেনাতে ধরেন বলে মামলার বিবরণে উল্লেখ করেন তামান্না।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সর্বশেষ আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন মেহেদী মারুফ।