ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

করোনা প্রতিরোধে আরও বহু কাজ বাকি আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বজুড়ে মারাত্মক রূপ নেয়া করোনাভাইরাস প্রতিরোধে আরও বহু কাজ বাকি আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মারাত্মক রূপ নিচ্ছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। মধ্য আমেরিকায় করোনার প্রাদুর্ভাব সর্বোচ্চপর্যায়ে পৌঁছায়নি, এমন অবস্থায় ভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বের সব দেশকে জোর চেষ্টা চালানো উচিত।-খবর রয়টার্স

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস সোমবার বলেন, মহামারী শুরু হওয়ার পর ছয়টি মাস পার হয়ে গেলেও কোনো দেশেরই শিথিলতা অবলম্বনের সুযোগ নেই।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, রোববার বিশ্বজুড়ে এক লাখ ৩৬ হাজার লোকের করোনা শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত একদিনে যেটি সর্বোচ্চ। আক্রান্ত হওয়াদের ৭৫ শতাংশ ১০ দেশের, যেগুলো আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।

চীন নিয়ে এক প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরিবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান বলেন, মহামারী কীভাবে মোকাবেলা করা হয়েছে, তার ভূতপূর্ব গবেষণা হতে পারে। করোনার দ্বিতীয় প্রবাহ প্রতিরোধে আমরা কী করছি, সেদিকেই আমাদের আলোকপাত করতে হবে।

রায়ানস বলেন, গুয়েতেমালাসহ মধ্য আমেরিকার দেশগুলোতে মহামারী ক্রমবর্ধমান রয়েছে। তারা মহামারীর জটিলতার মধ্যে আছে।

অঞ্চলটির সরকারের জোরালো নেতৃত্ব ও তাদের প্রতি সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি মনে করি, এটি বড় ধরনের উদ্বেগের বিষয়। এখন করোনার হটস্পট হচ্ছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ।

করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে এ পর্যন্ত ৭০ লাখের মতো লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার লাখের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়ান ভ্যান কেরকভ বলেন, করোনা মোকাবেলায় দক্ষিণ আমেরিকায় সমন্বিত পদক্ষেপ নেয়া দরকার। এটি শেষ হতে এখনও অনেক বাকি আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

করোনা প্রতিরোধে আরও বহু কাজ বাকি আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০১:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বজুড়ে মারাত্মক রূপ নেয়া করোনাভাইরাস প্রতিরোধে আরও বহু কাজ বাকি আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বব্যাপী করোনাভাইরাস মারাত্মক রূপ নিচ্ছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। মধ্য আমেরিকায় করোনার প্রাদুর্ভাব সর্বোচ্চপর্যায়ে পৌঁছায়নি, এমন অবস্থায় ভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বের সব দেশকে জোর চেষ্টা চালানো উচিত।-খবর রয়টার্স

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস সোমবার বলেন, মহামারী শুরু হওয়ার পর ছয়টি মাস পার হয়ে গেলেও কোনো দেশেরই শিথিলতা অবলম্বনের সুযোগ নেই।

অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, রোববার বিশ্বজুড়ে এক লাখ ৩৬ হাজার লোকের করোনা শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত একদিনে যেটি সর্বোচ্চ। আক্রান্ত হওয়াদের ৭৫ শতাংশ ১০ দেশের, যেগুলো আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।

চীন নিয়ে এক প্রশ্নের জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরিবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ডা. মাইক রায়ান বলেন, মহামারী কীভাবে মোকাবেলা করা হয়েছে, তার ভূতপূর্ব গবেষণা হতে পারে। করোনার দ্বিতীয় প্রবাহ প্রতিরোধে আমরা কী করছি, সেদিকেই আমাদের আলোকপাত করতে হবে।

রায়ানস বলেন, গুয়েতেমালাসহ মধ্য আমেরিকার দেশগুলোতে মহামারী ক্রমবর্ধমান রয়েছে। তারা মহামারীর জটিলতার মধ্যে আছে।

অঞ্চলটির সরকারের জোরালো নেতৃত্ব ও তাদের প্রতি সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি মনে করি, এটি বড় ধরনের উদ্বেগের বিষয়। এখন করোনার হটস্পট হচ্ছে ব্রাজিল। সেখানে আক্রান্তের সংখ্যা এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ।

করোনা আক্রান্তের দিক থেকে বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে এ পর্যন্ত ৭০ লাখের মতো লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার লাখের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারী বিশেষজ্ঞ মারিয়ান ভ্যান কেরকভ বলেন, করোনা মোকাবেলায় দক্ষিণ আমেরিকায় সমন্বিত পদক্ষেপ নেয়া দরকার। এটি শেষ হতে এখনও অনেক বাকি আছে।