অাকাশ বিনোদন ডেস্ক:
এই ঈদে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী দর্শদের সামনে হাজির হচ্ছেন জুতো আবিষ্কার নিয়ে। নাটকে দেখা যাবে চঞ্চল চৌধুরী নিপাট ভদ্রলোক কিন্তু জুতো নিয়ে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যান এবং এসব ঝামেলার সমাধান করতে করতেই নাটক এগিয়ে যায়।
নাটকে চঞ্চল চৌধুরী ছাড়াও আরো অভিনয় করেছেন, নাদিয়া আফরিন মীম, সোহেল খান, মিলন ভট্ট, রিফাত চৌধুরী।
কচি খন্দকার বলেন, চঞ্চল চৌধুরী বিজ্ঞানমনস্ক একজন মানুষ। অনেকটা ভাবুক তবে খুব অগোছালো। পায়ের জুতো কোথায় রাখেন তার হদিস থাকে না। বাড়ির বাইরে বেরুতে চাইলে এ নিয়ে বেশ লঙ্কাকাণ্ড বেধে যায়। একবার দেখা যায়- চঞ্চল রিকশায় করে যাচ্ছেন। বেখেয়ালে কখন যেন তার পা থেকে একটি জুতো পড়ে যায়।
কচি খন্দকারের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ৮ টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।
আকাশ নিউজ ডেস্ক 
























