অাকাশ স্পোর্টস ডেস্ক:
প্রথমে বল হাতে পেসার জসপ্রিত বুমরাহ’র ৫ উইকেট ও পরে ব্যাট হাতে ওপেনার রোহিত শর্মার সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতলো সফরকারী ভারত। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো বিরাট কোহলির দল। সেই সঙ্গে শ্রীলংকার বিপক্ষে টানা আটটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়লো ভারত।
রবিবার ক্যান্ডিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। বুমরাহ’র পেস তোপে ৯ উইকেটে ২১৭ রান করতে সক্ষম হয় শ্রীলংকা। একমাত্র মিডল-অর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেই ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়েছেন। ৫টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ৮০ রান করেন তিনি। এছাড়া দিনেশ চান্ডিমাল ৩৬ ও মালিন্দা সিরিবর্ধনে ২৯ রান করেন। বুমরাহ ১০ ওভারে ২৭ রানে ৫ উইকেট নেন।
জয়ের ২১৮ রানের টার্গেটে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ৬১ রানের মধ্যে উপরের সারির সেরা চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে তারা। এরপর শক্ত হাতে ভারতের হাল ধরেন ওপেনার রোহিত ও সাবেক অধিনায়ক-উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত তাদের অবিচ্ছিন্ন ১৫৭ রানের জুটিতে ভারতের জয় নিশ্চিত হয়।
ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে ১২৪ রানে অপরাজিত থাকেন রোহিত। শ্রীলংকার মাটিতে এই প্রথমবারের মত সেঞ্চুরির স্বাদ নিলেন রোহিত। তার ১৪৫ বলের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা ছিলো। অন্যপ্রান্তে ৪টি চার ও ১টি ছক্কায় ৮৬ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন ধোনি। ম্যাচের সেরা হয়েছেন ভারতের বুমরাহ।
কলম্বোতে আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে। বাসস
আকাশ নিউজ ডেস্ক 

























