ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এবার নিজেই স্মার্টকার্ড ছাপাচ্ছে ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার নিজেই স্মার্টকার্ড ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে নিজস্ব জনবল দিয়ে কাজ শুরু করেছে কমিশন। রোববার নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য দেন।

ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলজিস এত দিন ধরে স্মার্টকার্ড ছাপানোর কাজ করতো। গত ৩০ জুন ওই প্রতিষ্ঠানের সঙ্গে ইসির চুক্তির মেয়াদ শেষ হয়। ওই প্রতিষ্ঠানের সঙ্গে ইসি আর চুক্তি নবায়ন করেনি বলে জানান হেলালুদ্দীন।

হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘স্মার্টকার্ড বিতরণের জন্য চোখের আইরিশ এবং ১০ আঙুলের ছাপ নেওয়ার জন্য মেশিন কেনার জন্য অনুমোদন দিয়েছে কমিশন। এ ক্ষেত্রে প্রত্যেকটি উপজেলার জন্য একটি করে আইরিশ এবং একটি করে ফিঙ্গার প্রিন্ট মেশিন কেনার সিদ্ধান্ত হয়েছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘নির্বাচন কমিশন স্মার্টকার্ড প্রিন্টের কাজ নিজেই করছে এবং আজ থেকেই এটার কাজ শুরু হয়েছে। স্মার্টকার্ড প্রিন্টের জন্য বর্তমানে আমাদের যে ১০টি মেশিন আছে, সেগুলো দিয়ে আমাদের নিজস্ব জনবলের শধ্যমে প্রিন্টের কাজ শুরু হয়েছে।’

ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলোজিসের বিষয়ে হেলালুদ্দীন বলেন, ‘গত ৩০ জুন ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশন তাদের সঙ্গে এ চুক্তি আর নবায়ন করেনি।’ তিনি বলেন, ‘তাঁদের সঙ্গে আমাদের টাকা পয়সার যে লেনদেন আছে, আইনি যে বিষয়গুলো আছে, সেগুলো একজন আইনজীবীকে দিয়ে যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে আমরা ফান্ডের বিষয়ে শিগগিরই বসব। আশা করি তারা আমাদের সঙ্গে কন্টিনিউ করবে।

বিশ্বব্যাংকের অর্থায়ন এখনো অব্যাহত আছে এবং পরবর্তী অর্থায়নের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।’

বিশ্বব্যাংকের সহায়তায় দেশের সকল নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার জন্য ২০১১ সালে ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস’ (আইডিইএ) প্রকল্প হাতে নেয় ইসি। ২০১৫ সালের ১৪ জানুয়ারি ১৮ মাসের মধ্যে ৯০ মিলিয়ন (৯ কোটি) স্মার্টকার্ড তৈরি করে দেওয়ার জন্য ফ্রান্সের ‘অবার্থুর টেকনোলজিস’ নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে ইসি। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের জুনের মধ্যে নাগরিকের হাতে স্মার্টকার্ড দেওয়ার কথা ছিল ইসির। কিন্তু সময় মতো না দিতে পারার আশঙ্কায় ইসি মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যয় না বাড়ানোর শর্তে এ প্রকল্পের মেয়াদ আরো ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার নিজেই স্মার্টকার্ড ছাপাচ্ছে ইসি

আপডেট সময় ০২:১৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

এবার নিজেই স্মার্টকার্ড ছাপাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরইমধ্যে নিজস্ব জনবল দিয়ে কাজ শুরু করেছে কমিশন। রোববার নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য দেন।

ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলজিস এত দিন ধরে স্মার্টকার্ড ছাপানোর কাজ করতো। গত ৩০ জুন ওই প্রতিষ্ঠানের সঙ্গে ইসির চুক্তির মেয়াদ শেষ হয়। ওই প্রতিষ্ঠানের সঙ্গে ইসি আর চুক্তি নবায়ন করেনি বলে জানান হেলালুদ্দীন।

হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘স্মার্টকার্ড বিতরণের জন্য চোখের আইরিশ এবং ১০ আঙুলের ছাপ নেওয়ার জন্য মেশিন কেনার জন্য অনুমোদন দিয়েছে কমিশন। এ ক্ষেত্রে প্রত্যেকটি উপজেলার জন্য একটি করে আইরিশ এবং একটি করে ফিঙ্গার প্রিন্ট মেশিন কেনার সিদ্ধান্ত হয়েছে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘নির্বাচন কমিশন স্মার্টকার্ড প্রিন্টের কাজ নিজেই করছে এবং আজ থেকেই এটার কাজ শুরু হয়েছে। স্মার্টকার্ড প্রিন্টের জন্য বর্তমানে আমাদের যে ১০টি মেশিন আছে, সেগুলো দিয়ে আমাদের নিজস্ব জনবলের শধ্যমে প্রিন্টের কাজ শুরু হয়েছে।’

ফ্রান্সের প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলোজিসের বিষয়ে হেলালুদ্দীন বলেন, ‘গত ৩০ জুন ওই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নির্বাচন কমিশন তাদের সঙ্গে এ চুক্তি আর নবায়ন করেনি।’ তিনি বলেন, ‘তাঁদের সঙ্গে আমাদের টাকা পয়সার যে লেনদেন আছে, আইনি যে বিষয়গুলো আছে, সেগুলো একজন আইনজীবীকে দিয়ে যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে আমরা ফান্ডের বিষয়ে শিগগিরই বসব। আশা করি তারা আমাদের সঙ্গে কন্টিনিউ করবে।

বিশ্বব্যাংকের অর্থায়ন এখনো অব্যাহত আছে এবং পরবর্তী অর্থায়নের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব।’

বিশ্বব্যাংকের সহায়তায় দেশের সকল নাগরিকের হাতে স্মার্টকার্ড তুলে দেওয়ার জন্য ২০১১ সালে ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস’ (আইডিইএ) প্রকল্প হাতে নেয় ইসি। ২০১৫ সালের ১৪ জানুয়ারি ১৮ মাসের মধ্যে ৯০ মিলিয়ন (৯ কোটি) স্মার্টকার্ড তৈরি করে দেওয়ার জন্য ফ্রান্সের ‘অবার্থুর টেকনোলজিস’ নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে ইসি। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের জুনের মধ্যে নাগরিকের হাতে স্মার্টকার্ড দেওয়ার কথা ছিল ইসির। কিন্তু সময় মতো না দিতে পারার আশঙ্কায় ইসি মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যয় না বাড়ানোর শর্তে এ প্রকল্পের মেয়াদ আরো ১৮ মাস বাড়িয়ে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেয়।