আকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুর থেকে জাবের হাওলাদার (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর একটি দল।
শুক্রবার রাতে মাদারীপুরের রাজৈর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জাবের হাওলাদার (২৬) ওই এলাকার জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেএমবির এই সক্রিয় সদস্যকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করে। সে দাওয়াতি কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও স্বীকার করে।
এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদেও জাবের হাওলাদারের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
আকাশ নিউজ ডেস্ক 

























