অাকাশ জাতীয় ডেস্ক:
এনবিআরের সাবেক চেয়ারম্যান মো: গোলাম গোলাম হোসেন ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে নিজ বাড়ি উপজেলার হাশিমপুরে পাথৈর , বিতারা ও কাদলা ইউনিয়নের নেতা কর্মীদের সাথে স্থানীয় ছাত্রলীগের উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব মো: গোলাম গোলাম হোসেন। এ সময় তিনি বলেন রাজনীতির মূল ভিত্তি তৃনমূল আর তৃনমূলে ভিত্তি হল ছাত্রলীগ। ছাত্রলীগ নিজেদের একতা অটুট রেখে অন্যায়ের বিরুদ্বে প্রতিবাদ করবে। সর্বোপরি লেখাপড়া শিখে নেতৃত্বের গুনবলী অর্জন করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আধুনিক বাংলাদেশ বির্নিমানে কাজ করতে হবে।
গোহট উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: শাহদাত হোসেন,গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: শাহজাহান প্রধান ,পাথৈর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: রুবেল হোসেন,বিতারা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: হোসেন ,সদস্য সৈকত ও কাদলা ইউনিয়ন ছাত্রলীগ সহ সভাপতি মো: মাসুদ প্রমূখ।
কচুয়া চাঁদপুর প্রতিনিধি
আকাশ নিউজ ডেস্ক 



















