আকাশ নিউজ ডেস্ক:
অনেক দিন ধরে লোকমুখে শোনা যাচ্ছিল রোদ, গরম আর আদ্রতায় নাকি করোনাভাইরাস মরে যায়। এবার একই কথা বললেন, ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি’স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিরেক্টোরেটের প্রধান উইলিয়াম ব্রায়ান।
তিনি বলেন, সূর্যালোকের মধ্যে থাকলে খুব তাড়াতাড়ি শক্তি হারিয়ে ফেলে করোনাভাইরাস। অতিরিক্ত গরম আর আপেক্ষিক আর্দ্রতার কারণেও করোনাভাইরাসের শক্তিক্ষয় হয়।
চড়া রোদে এই ভাইরাস খুব তাড়াতাড়ি মরে যায় বলে দাবি করেছেন তিনি। প্রচণ্ড গরমে এই অসুখ শক্তি হারিয়ে সাধারণ ইনফ্লুয়েঞ্জার চেহারা নেবে বলেও দাবি তার।
তবে সিঙ্গাপুরের মতো গরম দেশেও যে ভাবে করোনাভাইরাস ছড়িয়েছে, তাতে এই বক্তব্যের সঠিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। গরমে করোনাভাইরাস ধ্বংস হয়, এই তত্ত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে করোনাভাইরাসের কবলে রয়েছে ১৬টি মার্কিন স্টেট।
আকাশ নিউজ ডেস্ক 
























