আকাশ স্পোর্টস ডেস্ক:
গেল জানুয়ারিতে ইন্টার মিলানের ২৫ ফুটবলারের ২৩ জনেরই শরীরে করোনাভাইরাসের লক্ষণ ছিল। এমনকি এক ফুটবলার মাঠে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তবু কারো কোনো পরীক্ষা করা হয়নি।
এ বিস্ফোরক দাবি করেছেন ইতালিয়ান ক্লাবটির তারকা ফুটবলার রোমেলু লুকাকু। ইন্সটাগ্রাম লাইভে এসে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন তিনি।
লুকাকু বলেন, ডিসেম্বরের শেষে আমাদের এক সপ্তাহের ছুটি ছিল। এরপর অনুশীলনে ফিরি। ফিরেই দেখি আমাদের বেশিরভাগ ফুটবলারের কাশি, জ্বর।
বেলজিয়ামের অন্যতম ফুটবল সুপারস্টার লুকাকু। দেশটির টিভি সঞ্চালিকা ক্যাট কেরখোফসকে এ সাক্ষাৎকার দেন তিনি। ক্যাট আবার নাপোলি তারকা ড্রিয়েস মার্টেন্সের স্ত্রী।
লুকাকু বলেন, ওই সময় ‘সিরি এ’র ম্যাচে কাগলিয়ারির বিরুদ্ধে খেলতে নেমেছিলাম আমরা। মাত্র ১৭ মিনিটেই আমাদের ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার মাঠে অজ্ঞান হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত তাকে তুলে নিতে হয়।
তিনি যোগ করেন, ইন্টারের সবাই সেদিন কাশছিল। ওই দিন স্পনসরের ডিনারে যাওয়ার কথা ছিল সবার। কিন্তু আমি সোজা শুতে চলে যাই।
লুকাকুর ভাষ্য, আমাদের কোনো টেস্ট হয়নি তখনও। তাই আমরা কোনোদিনই জানতে পারব না সত্যি করোনাভাইরাসে আক্রান্ত ছিলাম কি-না।
আকাশ নিউজ ডেস্ক 























