আকাশ জাতীয় ডেস্ক:
নেত্রকোনার খালিয়াজুরীতে সর্দি-জ্বর ও শ্বাসকষ্টজনিত কারণে নৃপেন্দ্র সরকার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার খালিয়াজুরী উপজেলার বড়হাটি গ্রামের নৃপেন্দ্র সরকার দীর্ঘদিন ধরে মেয়ের বাসায় ঢাকায় অবস্থান করছিলেন। কিছুদিন আগে তিনি সর্দি-জ্বর নিয়ে নিজ বাড়িতে আসেন।
শনিবার সকালে অসুস্থ অবস্থায় তিনি নিজ বাড়িতে মারা যান। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন তার বাড়ি লকডাউন করে দেয়।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম আরিফুল ইসলাম জানান, করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে তার বাড়িটি লকডাউন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















