অাকাশ জাতীয় ডেস্ক:
৪০তম বিসিএস পরীক্ষার ফরম পূরণে প্রতারণার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুটি দোকান সিলগালা করে দেয়া হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে প্রতারণায় জড়িত থাকার দায়ে ‘স্পন্দন কম্পিউটার’ ও ‘ভাই ভাই কম্পিউটার’ নামের ওই দুটি দোকান সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, ‘প্রতারণার ঘটনায় ওই দুই দোকান সিলগালা করে দেয়া হয়েছে। এ সময় ওই দুই দোকান থেকে প্রতারণার আলামত হিসেবে মোবাইলের সিম ও কম্পিউটার জব্দ করে পুলিশ। এগুলো প্রমাণ হিসেবে আদালতে হাজির করা হবে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিসিএস ফরম পূরণে প্রতারণা করে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নেয়ার দায়ে ওই দুই দোকানের মালিক মোস্তাক আহমেদ মামুন, আরিফ হোসেন ও রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 






















