আকাশ বিনোদন ডেস্ক:
এবার ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘সা-রে-গা-মা-পা’ আইয়ুব বাচ্চুকে অনন্য শ্রদ্ধা জানালো।
রোববার রাতে অনুষ্ঠানটি এ বাংলাদেশি গুণী শিল্পীর স্মরণে বিশেষ আয়োজন করে।
আবেগঘন সেই আয়োজন ইতোমধ্যে সাড়া জাগিয়েছে দুই বাংলাতেই।
গত ১৮ অক্টেবর কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুর আকস্মিক মৃত্যুতে সারাদেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। এ শোক ছেয়ে যায় পার্শ্ববর্তী দেশ ভারতেও।
বিশেষ করে কলকাতায় কবীর সুমন, অনুপম রায়সহ আরও অনেক তারকারা বাচ্চুর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছিলেন।
ওপার বাংলার গণমাধ্যমেও ছিল আইয়ুব বাচ্চুর জন্য শোক।
কলকাতার শিল্পী রূপম ইসলাম বলেছিলেন, শৈশব থেকেই তার গান আমি গেয়ে আসছি মঞ্চে। একটা সময় এমনও ব্যাপার ছিল, এখানকার বহু শ্রোতা, যারা ‘সেই তুমি’ তখনো শোনেননি, তারা আমার মাধ্যমে প্রথম শোনেন গানটি।
তবে রোববার রাতের সা-রে-গা-মা-পা অনুষ্ঠানের বিশেষ আয়োজনটি দেখে আপ্লুত আইয়ুব বাচ্চু ভক্তরা।
অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর কালজয়ী গান ‘রূপালী গিটার’ শোনা গেল বাংলাদেশি প্রতিযোগী নোবেলের কণ্ঠে।
তার করুণ সুরে গাওয়া গানটি দুই উপস্থিত দর্শকদের চোখে জল এনে দেয়।
অনুষ্ঠানে নোবেল জানান, আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর তিনি দুই দিন বিশ্বাস করেন নি। এটা যেন গুজব হয় সে আশায় ছিলেন তিনি।
অনুষ্ঠানটি দেখতে লিংকে ক্লিক করুন:
https://www.facebook.com/288242948696490/videos/492352041272242/
উল্লেখ্য, আইয়ুব বাচ্চুর বেশকিছু গান গেয়ে সা-রে-গা-মা-পায় নোবেল বেশ জনপ্রিয়।
শুরুতে নগরবাউল শিল্পী জেমসের জনপ্রিয় বাবা গান দিয়ে বিচারকসহ ভারতীয়দের নজর কাড়েন তিনি। এরপর অনুষ্ঠানে তার সাফল্য আকাশ ছুঁইছুঁই। সেই নোবেলকে ঘিরে আইয়ুব বাচ্চুর স্মরণে বিশেষ আয়োজনে অংশ নিয়েছিলেন অনুপম রায় ও সা-রে-গা-মা-পা-’র দুই বিচারক শ্রীকান্ত আচার্য এবং শান্তনু মৈত্র।
এর আগে আইয়ুব বাচ্চুর স্মরণে করুণ সুরে বেহালায় বাজানো হয় ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ গানটি। কিছু মুহুর্তের জন্য ‘সা-রে-গা-মা-পা’ মঞ্চটি হারানোর বেদনায় ব্যাকুল হয়ে ওঠে।
গানটির কয়েক লাইন গেয়ে ওঠেন অনুপম রায়।
এ সময় আবেগাপ্লুত হয়ে গিটার হাতে তুলে নেন বিচারক শান্তনু। উপস্থাপক যিশু নিজেই ড্রামস বাজান।
সবশেষে অনুপম রায় ও নোবেলের সঙ্গে অনুষ্ঠানের সকল প্রতিযোগী, বিচারক সঙ্গ দেন তাদেরকে।
পুরো ‘সা-রে-গা-মা-পা’ মঞ্চ ‘সেই তুমি’ গানটিতে ভেসে যায়।
আইয়ুব বাচ্চুর স্মরণে করা অনুষ্ঠানটি রাত ১২টার পর পোস্ট করে ‘সা-রে-গা-মা-পা’ ফেসবুক পেইজ।
ওই বিশেষ আয়োজনের ভিডিওটির ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে জমা পড়েছে আবেগাপ্লুত অনেক কমেন্ট।
ভিডিওটি ইতোমধ্যে বাংলাদেশের সংগীতাঙ্গনের তারকারাসহ অনেকেই জি বাংলাকে কৃতজ্ঞতা জানিয়ে শেয়ার করেছেন। বাংলাদেশের নোবেলকে শুভেচ্ছা জানাতেও কার্পণ্য করেন নি কেউ কেউ।
পান্থ রহমান নামে এক বাংলাদেশি কমেন্ট করেছেন, ‘আজ জি বাংলার সা রে গা মা পা অনুষ্ঠানে বাংলার কিংবদন্তী শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুকে যেভাবে স্মরন করা হল, তা দেখে আমরা বাংলাদেশবাসী সত্যিই আনন্দিত ও গর্বিত। সাথে সাথে জি বাংলার প্রতি মুগ্ধতা শতগুন বেড়ে গেল।’ তানিন চৌধুরী লিখেছেন, ‘সত্যিই চোখের জল ধরে রাখতে পারিনি এই আয়োজন দেখে। জি বাংলাকে ধন্যবাদ আইয়ুব বাচ্চুকে সম্মান করার জন্য।’
জান্নাতুল ফেরদৌস হান্না লিখেছেন, ‘দুই বাংলা এক হয়ে গেলো তার সুরে। এতো মানুষের ভিড়েও তার শূন্যতা অপূরণীয়। তবুও তিনি বেঁচে থাকবেন নোবেলদের সুরের মাঝে। সা-রে-গা-মা-পা-‘কে ধন্যবাদ এমন ট্রিবিউটের জন্য।’
পলাশ দাস নামে একজনের মন্তব্য ছিল, ‘ভারতের এমন কোন শিল্পী, গুণীজন নেই যাকে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে শ্রদ্ধা জানায় না। আজ সা-রে-গা-মা-পা-’র মাধ্যমে জি বাংলা যেভাবে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানালো তাতে আমি আপ্লুত। ’
আকাশ নিউজ ডেস্ক 





















