আকাশ স্পোর্টস ডেস্ক:
দ্রুতই উন্নতি হচ্ছে সাকিব আল হাসানের। তার হাতের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এশিয়া কাপের মাঝপথে যে ইনজুরি নিয়ে দুবাই থেকে ফেরত আসেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এখন বলতে গেলে অনেকটাই ভালোর দিকে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ খেলতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার খেলার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানির আয়োজনে ভক্তদের সঙ্গে ফুটবল ম্যাচ খেলেন সাকিব আল হাসান। তার এই মাঠে ফেরাই আশা জাগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। মাঠের ক্রিকেটে ফেরা প্রসঙ্গে সাকিব বলেন, ‘মাঠে ফেরার কোনো সময়সীমা নেই। যদি ফিরতে পারি তাহলে ভালো লাগবে। আশা আছে যেন ফিরতে পারি। এখনই বলা মুশকিল, নিশ্চয়তাও নেই। তবে যেভাবে উন্নতি হচ্ছে, তাতে সম্ভাবনা আছে।’
নভেম্বরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের হোম সিরিজ খেলবে বাংলাদেশ দল। ক্যারিবীয়দের বিপক্ষে খেলা প্রসঙ্গে সাকিব বলেন, ‘যখনই স্বস্তিবোধ হবে তখনই অনুশীলন শুরু করব। হয়তো কিছুদিন পর থেকেই সেটা হবে। যখন কোনো ক্ষেত্রেই আমরা আর কোনো সমস্যা হবে না তখনই খেলার কথা চিন্তা করব। এমনও হতে পারে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট থেকে খেলতে পারি।’
আগামী শনিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই মাচের টেস্ট সিরিজ শুরু হবে। সিলেটে শুরু হতে যাওয়া এই সিরিজে ইনজুরির কারণে নেই সাকিব ও তামিম ইকবাল। দেশসেরা এ দুই তারকা ক্রিকেটার না থাকলেও তেমন কোনো সমস্যা হবে না বাংলাদেশের।
এমনটি জানিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন, ‘আমি তো কঠিন হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। আমাদের দলটার এখন অনেক বেশি সক্ষমতা রয়েছে। এশিয়া কাপেও আমাদের দুজন ছাড়া ভালো করেছে। আমার বিশ্বাস এখানেও ভালো করবে।’
ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি লিগ খেলার জন্য বিসিবির অনুমতি পাওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘অনুমতি পাওয়াটা অবশ্যই স্বস্তির বিষয়। ওই সময়ের আগে ফিট হয়ে যদি কিছু ম্যাচ খেলতে পারি তাহলে ভালো প্রস্তুতি হবে। খুব বড় একটা ইনজুরি থেকে এখন সুস্থ হওয়ার পথে। না খেলার কারণে বড় একটা গ্যাপ হয়ে যাচ্ছে। ফুল রিদমে আসার জন্য এই খেলাগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আকাশ নিউজ ডেস্ক 

























