আকাশ স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডের শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। যদিও এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে টাইগাররা। আজ হোয়াইট ওয়াশ এর লক্ষেই মাঠে টাইগাররা।
টসে জিতে ফিল্ডিং নেয় দলপতি মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের আমন্ত্রনে মাঠে নেমে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ২৮৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
জবাবে খেলতে নেমে ব্যাটিং করছে বাংলাদেশ। সৌম্য সরকার ও ইমরুল কায়েসের ব্যাটে এগিয়েছে বাংলাদেশের রান সংখ্যা। সৌম্য সরকার ব্যক্তিগত ১১৭ রানে বিদায় হলেও গড়ে গেছেন এক রেকর্ড। তা হলো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নিজেদের মাটিতে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন সৌম্য সরকার ও ইমরুল কায়েস। তাদের জুটি ২২০ রানের।
যদিও বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ রানের সংখ্যা ২২৪ রান। তবে সেটা দেশের মাটিতে নয়, সেটা নিউজিল্যান্ডের কার্ডিফে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের।
আকাশ নিউজ ডেস্ক 

























