ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: ফখরুলের অভিযোগ নরসিংদীতে দুই ব্যবসায়ীর ঝগড়ায় একজনের মৃত্যু, অভিযুক্তর বাড়িতে ভাঙচুর-আগুন ৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে: জাইমা রহমান চাকরির ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা তা দেখা উচিত : আমীর খসরু ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার যুক্তরাষ্ট্রেকেও খেসারত দিতে হবে, ফরাসি কৃষিমন্ত্রীর হুঁশিয়ারি ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল

রাহিতুলের উপন্যাসে নিশো-তিশার শর্ট ফিল্ম

আকাশ বিনোদন ডেস্ক:

ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে অনেক তরুণই নিজের ভাগ্য বদলেছেন। কিন্তু এ পেশার সামাজিক স্বীকৃতি নেই এখনো। সে রকম এক তরুণের জীবনের গল্প নিয়ে নির্মিত হলো রাহিতুল ইসলামের উপন্যাস আউটসোর্সিং ও ভালবাসার গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়েছে। এর চিত্রনাট্যও করেছেন লেখক নিজে।

আউটসোর্সিং ও ভালবাসার গল্প স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি করেছেন মাবরুর রশীদ। তিনি বলেন, ‘ফ্রিল্যান্সিং পেশার এই গল্পটি দারুণ। এটি তরুণ-তরুণীদের স্বাবলম্বী হওয়ার তথ্য দেবে। এ ধরনের গল্প নিয়ে তো আমাদের এখানে তেমন কিছু হয় না। কাজটি করতে গিয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো।’

প্রথাগত চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী হওয়ার কাহিনি উঠে এসেছে এই উপন্যাসে। তথ্য প্রযুক্তিবিষয়ক সাংবাদিক হিসেবে লেখক খুব কাছ থেকে এই পেশার চ্যালেঞ্জগুলো দেখেছেন। এই পেশার প্রতিকূলতা, সুযোগ, উদ্যোক্তা হওয়ার গল্পের সঙ্গে মানবিক প্রেমের আখ্যান মিলিয়ে এটি একটি অনবদ্য রচনা।

প্রধাণত এই পেশার সামাজিক স্বীকৃতি নিয়েই আবর্তিত হয়েছে এর গল্প। শূন্য থেকে শুরু করা এক তরুণ কীভাবে এ পেশার আদর্শ হয়ে ওঠে, সেই দৃশ্যই আঁকেন লেখক। গল্পের নায়ক মাহাবুবের জীবন-সংগ্রামের পাশাপাশি তাঁর প্রেমের এক অন্তরঙ্গ বয়ান এ উপন্যাস।

লেখক রাহিতুল ইসলামের (বামে) সঙ্গে আফরান নিশো ও তিশা। ছবি: সংগৃহীত

সরকারি, বেসরকারি যেকোনো চাকরির চেয়ে আউটসোর্সিং পেশা হিসেবে ভালো। নিজের অনেকটা স্বাধীনতা রয়েছে। উপন্যাসটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি মাহাবুব নামের একজন ফ্রিল্যান্সারের জীবন থেকে নেয়া। ভালোবাসার কাজ আর ভালোবাসার মানুষ নিয়ে এক অদ্ভুত টানাপোড়েনের গল্প।

১৩ অক্টোবর ঢাকায় চলচ্চিত্রটির শুটিং হয়েছে। গল্পে মাহবুব চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। রাইসা চরিত্রে তানজিন তিশা। তিশা বলেন, ‘কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। মাত্র দুটি দৃশ্যেই ছবির গল্প শেষ। কিন্তু তথ্যনির্ভর।’ ধ্রুব টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে আউটসোর্সিং ও ভালবাসার গল্প ছবিটি চলতি মাসের শেষ দিকে প্রচারিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

রাহিতুলের উপন্যাসে নিশো-তিশার শর্ট ফিল্ম

আপডেট সময় ১০:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে নিয়ে অনেক তরুণই নিজের ভাগ্য বদলেছেন। কিন্তু এ পেশার সামাজিক স্বীকৃতি নেই এখনো। সে রকম এক তরুণের জীবনের গল্প নিয়ে নির্মিত হলো রাহিতুল ইসলামের উপন্যাস আউটসোর্সিং ও ভালবাসার গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উপন্যাসের নামেই ছবির নাম রাখা হয়েছে। এর চিত্রনাট্যও করেছেন লেখক নিজে।

আউটসোর্সিং ও ভালবাসার গল্প স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি করেছেন মাবরুর রশীদ। তিনি বলেন, ‘ফ্রিল্যান্সিং পেশার এই গল্পটি দারুণ। এটি তরুণ-তরুণীদের স্বাবলম্বী হওয়ার তথ্য দেবে। এ ধরনের গল্প নিয়ে তো আমাদের এখানে তেমন কিছু হয় না। কাজটি করতে গিয়ে একটা নতুন অভিজ্ঞতা হলো।’

প্রথাগত চাকরির পেছনে না ছুটে স্বাবলম্বী হওয়ার কাহিনি উঠে এসেছে এই উপন্যাসে। তথ্য প্রযুক্তিবিষয়ক সাংবাদিক হিসেবে লেখক খুব কাছ থেকে এই পেশার চ্যালেঞ্জগুলো দেখেছেন। এই পেশার প্রতিকূলতা, সুযোগ, উদ্যোক্তা হওয়ার গল্পের সঙ্গে মানবিক প্রেমের আখ্যান মিলিয়ে এটি একটি অনবদ্য রচনা।

প্রধাণত এই পেশার সামাজিক স্বীকৃতি নিয়েই আবর্তিত হয়েছে এর গল্প। শূন্য থেকে শুরু করা এক তরুণ কীভাবে এ পেশার আদর্শ হয়ে ওঠে, সেই দৃশ্যই আঁকেন লেখক। গল্পের নায়ক মাহাবুবের জীবন-সংগ্রামের পাশাপাশি তাঁর প্রেমের এক অন্তরঙ্গ বয়ান এ উপন্যাস।

লেখক রাহিতুল ইসলামের (বামে) সঙ্গে আফরান নিশো ও তিশা। ছবি: সংগৃহীত

সরকারি, বেসরকারি যেকোনো চাকরির চেয়ে আউটসোর্সিং পেশা হিসেবে ভালো। নিজের অনেকটা স্বাধীনতা রয়েছে। উপন্যাসটি কোনো কাল্পনিক গল্প নয়। এটি মাহাবুব নামের একজন ফ্রিল্যান্সারের জীবন থেকে নেয়া। ভালোবাসার কাজ আর ভালোবাসার মানুষ নিয়ে এক অদ্ভুত টানাপোড়েনের গল্প।

১৩ অক্টোবর ঢাকায় চলচ্চিত্রটির শুটিং হয়েছে। গল্পে মাহবুব চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। রাইসা চরিত্রে তানজিন তিশা। তিশা বলেন, ‘কাজটি করে আমার খুবই ভালো লেগেছে। মাত্র দুটি দৃশ্যেই ছবির গল্প শেষ। কিন্তু তথ্যনির্ভর।’ ধ্রুব টিভি নামের একটি ইউটিউব চ্যানেলে আউটসোর্সিং ও ভালবাসার গল্প ছবিটি চলতি মাসের শেষ দিকে প্রচারিত হবে।