অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীরা মেতে রয়েছেন দুর্গোৎসবের হরেকরকম আয়োজনে।
আটলান্টিক সিটির ফ্লোরিডা অ্যাভিনিউয়ের শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে ১৫ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
শারদোৎসবের দ্বিতীয় দিন ১৬ অক্টোবর শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনার মধ্য দিয়ে সপ্তমী পূজা উদযাপিত হয়েছে। তিথিমতে, পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দেবী দুর্গার চক্ষুদান করা হয়, খুলে যায় দশপ্রহরণধারিনী ত্রিণয়নী দেবী দুর্গার অতল স্নিগ্ধ চোখের পলক। এর পর বেল, ধান, কলা, মান, জয়ন্তীসহ ৯ উদ্ভিদের সমন্বয়ে দেবী দুর্গার ৯টি রূপ একত্র করে নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহীত পূজা অনুষ্ঠিত হয়।
সপ্তমী পূজা শেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ আরতির আয়োজন করা হয়। দুপুরে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সন্ধ্যা গড়াতেই গীতা সংঘের প্রার্থনা হলে পূজার্থীদের ঢল নামে। আবালবৃদ্ধবনিতা বাহারি পোশাকে সজ্জিত হয়ে আনন্দোৎসবে মেতে ওঠে।
গীতা কালচারাল স্কুলের শিশু-কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা শেষে গীতা সংঘের সদস্যরা পরিবেশন করেন গীতি আলেখ্য ‘মহিষাসুর মর্দিনী’।
এ পর্ব শেষ হতে না হতেই পূজার ঢাকে পড়ে কাঠি। ঢাকের বাদ্যের তালে তালে সবাই মেতে ওঠে আরতিতে। একসময় রাত নিশুতি হয়, থেমে যায় ঢাকের বাদ্য। মহাপ্রসাদ আস্বাদন শেষে ভক্তরা ফিরে যান আপন ডেরায়।
আকাশ নিউজ ডেস্ক 
























