আকাশ স্পোর্টস ডেস্ক:
দলবদলে মোহামেডানের ঐতিহ্য এখন অতীত। ইদানীং সাদামাটাভাবেই দলবদলের আনুষ্ঠানিকতা সারে ঐতিহ্যবাহী ক্লাবটি। ঘরোয়া ফুটবলে দলবদলের শেষ দিনে সোমবার অনেকটা নীরবেই ফুটবলারদের নাম নিবন্ধন করিয়েছে মোহামেডান। জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী এবং তখলিস আহমেদ- নিজেদের ঘরের এই তিন অভিজ্ঞ ফরোয়ার্ডের কাঁধেই এবার মোহামেডানকে টেনে নেয়ার গুরুভার।
অনেক তরুণ তুর্কির জায়গা এখন ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির। প্রিমিয়ার লিগে টানা তিনবার রানার্সআপ হলেও একবারও শিরোপা ঘরে তুলতে পারেনি মতিঝিল পাড়ার এ ক্লাবটি। সোমবার ৩৪ জন ফুটবলারের নাম নিবন্ধন করিয়েছে সাদা-কালো ক্লাব। শেষ দিনে এসে বাকি সাত ক্লাবের সঙ্গে দলবদল করেছে মোহামেডানও।
জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী ও তখলিসদের মতো স্থানীয় ফুটবলারের পাশাপাশি চার বিদেশি নিয়ে দলটা খুব একটা খারাপ হয়নি সাদা-কালোদের। তারপরও এখনই শিরোপায় চোখ রাখার সাহস পাচ্ছে না দলটি। দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু এখনই মোহামেডানের কোনো লক্ষ্য দেখছেন না। ফেডারেশন কাপের দু’একটা ম্যাচ দেখে তারপর তারা একটা লক্ষ্য স্থির করতে করবেন।
বাবুর কথায়, ‘দেখেন গতবার মোহামেডান যে রকম পারফরম্যান্স করেছে তাতে আমাদের লিগে দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকার কথা ছিল। কিন্তু ভাগ্যের দোষে আমরা জেতা ম্যাচও হেরেছি বা ড্র করেছি। চ্যাম্পিয়ন হতে যেমন শক্তিধর দল গড়তে হয়, তেমনি ভাগ্যের সহায়তাও লাগে।’
অধিনায়ক জাহিদ হাসান এমিলি মনে করছেন, এবারের দলটি গত মৌসুমের থেকে ভালো হয়েছে। এমিলির কথায়, ‘গতবার দু’জন বিদেশি ছিলো। এবার চারজন বিদেশি খেলবে। আমাদের সব ক্লাবের স্থানীয় ফুটবলাররা উনিশ-বিশ। খুব একটা পার্থক্য নেই। চ্যাম্পিয়ন হব সেটা বলব না। তবে যদি আমাদের স্থানীয়দের ফিটনেস লেভেল ঠিক থাকে আর বিদেশিরা ভালো খেলতে পারে। তাহলে আমরা মৌসুমের দু-একটি শিরোপা জিতেও যেতে পারি।’
যেহেতু আক্রমণভাগে একজন বিদেশি ফুটবলার আছেন, তাই স্থানীয় ফুটবলারদের জন্য এটি একটি চ্যালেঞ্জ। এমিলি বলেন, ‘আমি বলব না যে আমাদের খেলার সুযোগ নেই। আমাদের স্ট্রাইকিং পজিশনে একজন বিদেশি খেলোয়াড়। স্থানীয়দের মধ্যে আমি আছি, তখলিস, মিঠুন, বাপ্পী আছে। এটা ঠিক যে স্ট্রাইকিং পজিশনে চ্যালেঞ্জ আছে।’
ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোর পার্থক্য গড়ে দেয় কার্যত বিদেশিরাই। তাই এবার মোহামেডান চেষ্টা করেছে স্থানীয় উদীয়মান ফুটবলার ও অভিজ্ঞদের পাশাপাশি যতটা সম্ভব ভালোমানের বিদেশি ফুটবলার দলে টানার। আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের গতবছরের একজনমাত্র বিদেশি ফুটবলার কিংসলে। তিনজন নতুন। এশিয়ান কোটায় আমরা জাপানি একজন ফুটবলার এনেছি। আবাহনী থেকে ল্যান্ডিংকে এনেছি।’
নতুন ব্রিটিশ কোচ ক্রিস্টোফার ইভানসের অধীনে প্রায় একমাস ধরে অনুশীলন করছেন এমিলিরা। তবে এখনও কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি তাদের। আর দু’একদিন অনুশীলন করে ফিটনেস লেভেল দেখে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাদা-কালোরা। দলের ফুটবলাররা পরিশ্রম করছেন।
ফেডারেশন কাপে খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে তারপর একটা লক্ষ্য স্থির করার কথা জানিয়েছেন ক্লাবটির ম্যানেজার। মোহামেডানের হোম ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। গতবার পেশাদার লিগে চতুর্থ হয়েছিল সাদা-কালোরা। শেষ দিনে মোহামেডান ছাড়াও দলবদল করেছে বিজেএমসি, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ, ঢাকা আবাহনী, আরামবাগ, শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়ন।
আকাশ নিউজ ডেস্ক 
























