ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস

ন্যূনতম মজুরি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: বিজিএমইএ

অাকাশ জাতীয় ডেস্ক:

পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করতে একটি সংগঠন ন্যূনতম মজুরি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে ‘পোশাকশিল্পের ন্যূনতম মজুরি ও বর্তমান পরিস্থিতি’শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

তৈরি পোশাক শ্রমিকদের জন্য সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা মালিক-শ্রমিক সব পক্ষ মেনে নিয়েছে দাবি করে বিজিএমইএ সভাপতি বলেন, ‘কিন্তু কিছু শ্রমিক নেতা, এনজিও ও দুষ্কৃতকারী বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজিএমইএর সভাপতি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ করেন বিভ্রান্তি ছড়ানোর।

ওই সংগঠনের নাম উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ‘সংগঠনটি আংশিক সত্য, বিকৃত ও ভুল তথ্যসংবলিত একটি প্রচারপত্র জনসাধারণের মাঝে বিলি করেছে।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘নতুন মজুরি কাঠামোতে আমরা মূল মজুরি বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা আগের চেয়ে বৃদ্ধি করেছি, যাতে করে তারা (শ্রমিকরা) আরও ভালো থাকতে পারেন। সেখানে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তাদের প্রচারপত্রে বলেছে যে নতুন মজুরি কাঠামোতে মূল মজুরি বৃদ্ধি পায়নি।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রচারপত্রে তারা ১৯৯৪, ২০০৬ সালের মূল মজুরির তুলনা করেছেন, কিন্তু কৌশলে ২০১৩ সালের মূল মজুরির বিষয়টি এড়িয়ে গেছেন। একটি স্পর্শকাতর শিল্প খাত সম্পর্কে এ ধরনের ভুল ও বিকৃত তথ্য পরিবেশনের উদ্দেশ্য কী, এই ঔদ্ধত্য তারা কোথায় পেল, তা আমরা জানতে চাই।’

এ সময় বিজিএমইএর সভাপতি শিল্পমালিক, ক্রেতা, শ্রমিক, সরকারসহ সবাইকে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে পোশাকশিল্পের নানা সংকট তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ‘বর্তমান পোশাকশিল্পের বাস্তবতায় এই মজুরি বাস্তবায়ন করা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ৮ হাজার টাকা নিম্নতম মজুরি মেনে নিয়েছি । ২০১৩ সালেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা নিম্নতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা করেছিলাম।’ ২০১৩ সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে ন্যূনতম ৫ শতাংশ হারে শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ দিয়েছে ইসি

ন্যূনতম মজুরি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: বিজিএমইএ

আপডেট সময় ০১:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করতে একটি সংগঠন ন্যূনতম মজুরি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ কার্যালয়ে ‘পোশাকশিল্পের ন্যূনতম মজুরি ও বর্তমান পরিস্থিতি’শীর্ষক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান।

তৈরি পোশাক শ্রমিকদের জন্য সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা মালিক-শ্রমিক সব পক্ষ মেনে নিয়েছে দাবি করে বিজিএমইএ সভাপতি বলেন, ‘কিন্তু কিছু শ্রমিক নেতা, এনজিও ও দুষ্কৃতকারী বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পোশাকশিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজিএমইএর সভাপতি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ করেন বিভ্রান্তি ছড়ানোর।

ওই সংগঠনের নাম উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ‘সংগঠনটি আংশিক সত্য, বিকৃত ও ভুল তথ্যসংবলিত একটি প্রচারপত্র জনসাধারণের মাঝে বিলি করেছে।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘নতুন মজুরি কাঠামোতে আমরা মূল মজুরি বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা আগের চেয়ে বৃদ্ধি করেছি, যাতে করে তারা (শ্রমিকরা) আরও ভালো থাকতে পারেন। সেখানে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন তাদের প্রচারপত্রে বলেছে যে নতুন মজুরি কাঠামোতে মূল মজুরি বৃদ্ধি পায়নি।’

সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রচারপত্রে তারা ১৯৯৪, ২০০৬ সালের মূল মজুরির তুলনা করেছেন, কিন্তু কৌশলে ২০১৩ সালের মূল মজুরির বিষয়টি এড়িয়ে গেছেন। একটি স্পর্শকাতর শিল্প খাত সম্পর্কে এ ধরনের ভুল ও বিকৃত তথ্য পরিবেশনের উদ্দেশ্য কী, এই ঔদ্ধত্য তারা কোথায় পেল, তা আমরা জানতে চাই।’

এ সময় বিজিএমইএর সভাপতি শিল্পমালিক, ক্রেতা, শ্রমিক, সরকারসহ সবাইকে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে পোশাকশিল্পের নানা সংকট তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। তিনি বলেন, ‘বর্তমান পোশাকশিল্পের বাস্তবতায় এই মজুরি বাস্তবায়ন করা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা ৮ হাজার টাকা নিম্নতম মজুরি মেনে নিয়েছি । ২০১৩ সালেও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা নিম্নতম মজুরি ৫ হাজার ৩০০ টাকা করেছিলাম।’ ২০১৩ সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে ন্যূনতম ৫ শতাংশ হারে শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মাহমুদ হাসান খান (বাবু) প্রমুখ উপস্থিত ছিলেন।