ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

বলিউড তারকা রাখিকে হত্যার হুমকি

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের জনপ্রিয় তারকা রাখি সাওয়ান্তকে টেলিফোনে হত্যার হুমকি দেয়া হচ্ছে। রাখির অভিযোগ, অনবরত বেজেই চলেছে বাসার টেলিফোন। ফোন তুললেই কানে ভেসে আসছে অকথ্য ভাষায় গালাগাল। আর সঙ্গে প্রাণনাশের হুমকি।

গত মঙ্গলবার সকাল থেকে ফোনে নানা ধরনের হুমকি পাচ্ছেন তিনি। তাতেই তোলপাড় বলিউড। মনে করা হচ্ছে- তনুশ্রী-নানা বিতর্কে মুখ খোলায় রাখির সঙ্গে আজ এমন ঘটনা ঘটছে।

সম্প্রতি তনুশ্রী এক সাক্ষাৎকারে বলেছেন, আমার রিপ্লেসমেন্ট রাখি সাওয়ান্ত। সব থেকে বড় অপমান। অন্তত আরও একটু ক্লাসি কাউকে আনতে পারত। আমার জায়গায় রাখিকে আনার কোনো দরকার ছিল?

এর পরই সাংবাদিক বৈঠক ডাকেন রাখি। যেখানে তনুশ্রীর বিরুদ্ধে সব ক্ষোভ উগরে দেন তিনি। রাখি বলেন, তনুশ্রী দত্ত মাদক সেবন করতেন, তার সব অভিযোগ মিথ্যে।

তনুশ্রীকে উদ্দেশ্য করে রাখি বলেন, ১০ বছর ধরে কি কোমায় ছিল যে মুখ খুলতে পারেনি। এখন এত কথা ফুটছে ওর মুখে? বলিউডে কেউ ওকে কাজ দিচ্ছে না। আমেরিকায় ভিক্ষে করে বেড়াত, সেখান থেকেও তাড়িয়ে দেয়া হয়েছে তনুশ্রীকে। আরও অনেক কেচ্ছাই করেছে; তাই এখানে এসে পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছে৷ ইংরেজিতে দু-একটা কথা বলল আর সবাই ওটাকে সত্যি মেনে ওকে সমর্থন করছে৷ সেটে তো আমিও ছিলাম, ওখানে তো কেউ নানা পাটেকারের বিরুদ্ধে কথা বলেনি।

এতেই থেমে থাকেননি রাখি। অকথ্য ভাষায় গালাগালও করেছেন তনুশ্রীকে৷ ক্ষোভ প্রকাশ করতে করতেই তিনি বলতে লাগলেন- ও পুরোটাই বানিয়ে অভিযোগ করেছেন। ওর মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসার নিজে আমায় বলেছে যে, মাদক নিয়ে অজ্ঞান হয়ে ২-৩ ঘণ্টা ধরে পড়ে আছে। নানা পাটেকার তনুশ্রীর বিরুদ্ধে মামলা করলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনাকে সমর্থন করে যাব৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বলিউড তারকা রাখিকে হত্যার হুমকি

আপডেট সময় ০৫:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের জনপ্রিয় তারকা রাখি সাওয়ান্তকে টেলিফোনে হত্যার হুমকি দেয়া হচ্ছে। রাখির অভিযোগ, অনবরত বেজেই চলেছে বাসার টেলিফোন। ফোন তুললেই কানে ভেসে আসছে অকথ্য ভাষায় গালাগাল। আর সঙ্গে প্রাণনাশের হুমকি।

গত মঙ্গলবার সকাল থেকে ফোনে নানা ধরনের হুমকি পাচ্ছেন তিনি। তাতেই তোলপাড় বলিউড। মনে করা হচ্ছে- তনুশ্রী-নানা বিতর্কে মুখ খোলায় রাখির সঙ্গে আজ এমন ঘটনা ঘটছে।

সম্প্রতি তনুশ্রী এক সাক্ষাৎকারে বলেছেন, আমার রিপ্লেসমেন্ট রাখি সাওয়ান্ত। সব থেকে বড় অপমান। অন্তত আরও একটু ক্লাসি কাউকে আনতে পারত। আমার জায়গায় রাখিকে আনার কোনো দরকার ছিল?

এর পরই সাংবাদিক বৈঠক ডাকেন রাখি। যেখানে তনুশ্রীর বিরুদ্ধে সব ক্ষোভ উগরে দেন তিনি। রাখি বলেন, তনুশ্রী দত্ত মাদক সেবন করতেন, তার সব অভিযোগ মিথ্যে।

তনুশ্রীকে উদ্দেশ্য করে রাখি বলেন, ১০ বছর ধরে কি কোমায় ছিল যে মুখ খুলতে পারেনি। এখন এত কথা ফুটছে ওর মুখে? বলিউডে কেউ ওকে কাজ দিচ্ছে না। আমেরিকায় ভিক্ষে করে বেড়াত, সেখান থেকেও তাড়িয়ে দেয়া হয়েছে তনুশ্রীকে। আরও অনেক কেচ্ছাই করেছে; তাই এখানে এসে পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছে৷ ইংরেজিতে দু-একটা কথা বলল আর সবাই ওটাকে সত্যি মেনে ওকে সমর্থন করছে৷ সেটে তো আমিও ছিলাম, ওখানে তো কেউ নানা পাটেকারের বিরুদ্ধে কথা বলেনি।

এতেই থেমে থাকেননি রাখি। অকথ্য ভাষায় গালাগালও করেছেন তনুশ্রীকে৷ ক্ষোভ প্রকাশ করতে করতেই তিনি বলতে লাগলেন- ও পুরোটাই বানিয়ে অভিযোগ করেছেন। ওর মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসার নিজে আমায় বলেছে যে, মাদক নিয়ে অজ্ঞান হয়ে ২-৩ ঘণ্টা ধরে পড়ে আছে। নানা পাটেকার তনুশ্রীর বিরুদ্ধে মামলা করলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনাকে সমর্থন করে যাব৷