অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি মানিব্যাগ থেকে ২৪টি সোনার বার (২ কেজি ৪০০ গ্রাম) উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিমানবন্দরের ১১ নং বোডিং ব্রিজের পিলারের নিচ থেকে মানিব্যাগটি উদ্ধার করা হয়।
জানা যায়, শুল্ক গোয়েন্দা জানায়, মানিব্যাগটি বিমানবন্দরের অভ্যন্তরে ব্যাগেজ বেল্টে এনে খুললে তাতে ২৪ টি স্বর্ণবার পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণবারের মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























