অাকাশ জাতীয় ডেস্ক:
মানবাধিকার পায়ে দলতে সরকার যে কোনো দ্বিধা করে না, তার বহু তথ্য সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বই থেকে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, অনাচারের প্যান্ডোরার বাক্স খুলে যাওয়ায় সরকার দিশাহারা।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাষ্ট্রযন্ত্র রয়েছে তাদের হাতের মুঠোয়। এ জন্য যখন যেটি প্রয়োজন অর্থাৎ গুম-খুন থেকে শুরু করে মিথ্যা মামলায় বিরোধী নেতাদের ফাঁসাতে দ্বিধা করছে না তারা।
‘বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলা সরকার গুম, বেআইনি হত্যা, নির্দোষ মানুষকে গ্রেফতার ও মামলা দিয়ে হয়রানির কোনো কিছুই বাদ দিচ্ছে না।’
রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এক কথা বলেন, আর বিদেশে বলেন অন্য কথা। নিউইয়র্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি বলেন- সব দলের অংশগ্রহণে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছে সরকার। প্রধানমন্ত্রীর এ বক্তব্য সম্পূর্ণভাবে মিথ্যা।
আকাশ নিউজ ডেস্ক 






















