ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

গুয়াতেমালাকে উড়িয়ে দিল তারুণ্যনির্ভর আর্জেন্টিনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইনরা দলের বাইরে। স্কোয়াডে থেকেও মাউরো ইকার্দি, পাওলো দিবালাকে মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি। তবু জয় পেতে কষ্ট হলো না আর্জেন্টিনার। বরং রাশিয়া বিশ্বকাপের চেয়ে ঢের ভালো খেলেছে তারুণ্যনির্ভর দলটি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

শনিবার বাংলাদেশ সময় সকালে লস অ্যাঞ্জেলসে দারুণ শুরু করে আনকোরা আর্জেন্টিনা। আনকোরা বলা হচ্ছে এ অর্থে যে, ১০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না কারো। সেই তারাই একের পর এক আক্রমণে নাজেহাল করে গুয়াতেমালাকে। যদিও সাফল্য মিলে একটু দেরিতে। ২৭ মিনিটে ডি বক্সে জিওভানি লো সোলসোর শট লাগে ইলিয়াস ভাসকেসের হাতে। স্বভাকতই হ্যান্ডবলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে দলকে লিড এনে দেন গঞ্জালো মার্টিনেজ।

এগিয়ে গিয়ে আরো ক্ষুরধার হয়ে উঠে আর্জেন্টিনা। মুহুর্মুহু আক্রমণে গুয়াতেমালাকে ব্যতিব্যস্ত রাখে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ৩৬ মিনিটে লো সেলসোর দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন তারা। বিরতির ঠিক আগে স্কোরলাইন ৩-০ করেন জিওভানি সিমেওনে। এক্সেকুয়েল প্যালাসিওসের পাস ধরে বল ঠিকানায় পাঠান ২৩ বছর বয়সী স্ট্রাইকার। এ নিয়ে অভিষেকেই গোলের খাতা খুললেন কিংবদন্তি কোচ ডিয়েগো সিমিওনের ছেলে।

দ্বিতীয়ার্ধেও বলের দখল নিয়ন্ত্রণে রাখে আর্জেন্টিনা। আক্রমণের জোয়ার বইয়ে দেন আলবিসেলেস্তেরা। একের পর এক আক্রমণে গুয়াতেমালার রক্ষণকে ব্যতিব্যস্ত রাখেন তারা। তবে আর গোলমুখ খুলতে পারেননি স্কালোনির শিষ্যরা। কারণ, শেষ দিকে প্রতিপক্ষের সবাই রক্ষণে নেমে আসেন। অধিকন্তু এর মাঝে পরীক্ষা চালান কোচ। অদলবদল করে কয়েকজনকে বাজিয়ে নেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

গুয়াতেমালাকে উড়িয়ে দিল তারুণ্যনির্ভর আর্জেন্টিনা

আপডেট সময় ০৬:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইনরা দলের বাইরে। স্কোয়াডে থেকেও মাউরো ইকার্দি, পাওলো দিবালাকে মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি। তবু জয় পেতে কষ্ট হলো না আর্জেন্টিনার। বরং রাশিয়া বিশ্বকাপের চেয়ে ঢের ভালো খেলেছে তারুণ্যনির্ভর দলটি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গুয়াতেমালাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

শনিবার বাংলাদেশ সময় সকালে লস অ্যাঞ্জেলসে দারুণ শুরু করে আনকোরা আর্জেন্টিনা। আনকোরা বলা হচ্ছে এ অর্থে যে, ১০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না কারো। সেই তারাই একের পর এক আক্রমণে নাজেহাল করে গুয়াতেমালাকে। যদিও সাফল্য মিলে একটু দেরিতে। ২৭ মিনিটে ডি বক্সে জিওভানি লো সোলসোর শট লাগে ইলিয়াস ভাসকেসের হাতে। স্বভাকতই হ্যান্ডবলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে দলকে লিড এনে দেন গঞ্জালো মার্টিনেজ।

এগিয়ে গিয়ে আরো ক্ষুরধার হয়ে উঠে আর্জেন্টিনা। মুহুর্মুহু আক্রমণে গুয়াতেমালাকে ব্যতিব্যস্ত রাখে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ৩৬ মিনিটে লো সেলসোর দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন তারা। বিরতির ঠিক আগে স্কোরলাইন ৩-০ করেন জিওভানি সিমেওনে। এক্সেকুয়েল প্যালাসিওসের পাস ধরে বল ঠিকানায় পাঠান ২৩ বছর বয়সী স্ট্রাইকার। এ নিয়ে অভিষেকেই গোলের খাতা খুললেন কিংবদন্তি কোচ ডিয়েগো সিমিওনের ছেলে।

দ্বিতীয়ার্ধেও বলের দখল নিয়ন্ত্রণে রাখে আর্জেন্টিনা। আক্রমণের জোয়ার বইয়ে দেন আলবিসেলেস্তেরা। একের পর এক আক্রমণে গুয়াতেমালার রক্ষণকে ব্যতিব্যস্ত রাখেন তারা। তবে আর গোলমুখ খুলতে পারেননি স্কালোনির শিষ্যরা। কারণ, শেষ দিকে প্রতিপক্ষের সবাই রক্ষণে নেমে আসেন। অধিকন্তু এর মাঝে পরীক্ষা চালান কোচ। অদলবদল করে কয়েকজনকে বাজিয়ে নেন তিনি।